অস্বস্তি নিয়ে অনুশীলন করলেন তামিম

Tamim Iqbal
পিঠে ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

পিঠের পুরনো ব্যথা আবার ফিরে আসায় মাঝের দুদিন অনুশীলন করেননি তামিম ইকবাল, বিশ্রাম কাটিয়ে রোববার থেকে টেস্ট দলের আনুষ্ঠানিক অনুশীলনে তাকে দেখা গেলেও অস্বস্তি আড়াল করতে পারলেন না। ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই কোমরে হাত দিয়ে অস্বস্তি প্রকাশ করতে দেখা যাচ্ছিল তাকে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সামনে রেখে রোববার সকাল ১০টা থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরম করার পর ফিল্ডিং অনুশীলন সেরে ক্রিকেটাররা একে একে প্রবেশ করেন ইনডোরে, যেখানে চলে নিবিড় প্রস্তুতি।

সকালে মাঠে নেমেই ওয়ার্মআপে তামিমকে দেখা যায় কোমরে হাত দিয়ে ব্যথা কাতরাতে। পরে ইনডোরে ব্যাটিং অনুশীলনে যান তিনি। পেসার ও স্পিনারদের বল খেলেছেন। তবে এক-দুই বল পর পরই কোমরে হাত দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিলেন। স্পষ্টতই বোঝা যাচ্ছিল খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশের ওপেনার।

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ/ স্টার

তামিমের চোটের ধরণ নিয়ে কদিন আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন, ব্যথাটা তামিমের পুরনো, এটা ম্যানেজ করেই খেলে যাচ্ছেন তিনি। ব্যথার মাত্রা বুঝে ঠিক করা হবে তিনি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবেন কিনা। যদি ব্যথা সহনীয় পর্যায়ে থাকে তাহলে তার খেলতে কোন বাধা নেই।

হালকা চোট সমস্যায় দুদিন বিশ্রামে ছিলেন টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসও। তারও পিঠে ব্যথা ছিল, সেই সঙ্গে জ্বরেও ভুগছিলেন লিটন। তবে জ্বর ও ব্যথা দুটোই আর নেই। স্ক্যান রিপোর্টেও কোন সমস্যা পাওয়া যায়নি। রোববার লিটন স্বচ্ছন্দেই সেরেছেন প্রস্তুতি। দুই নেটে তাকে সাবলীলভাবে ব্যাট করতে দেখা গেছে।

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে টেস্ট শুরু হবে ১৪ জুন। তার আগে আরও দুদিন অনুশীলনের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এদিন অনুশীলনে বাকি সবাইকেই দেখা গেছে ফুরফুরে। যার যার মতই নির্দিষ্ট টাস্ক অনুযায়ী কাজ করেছেন তারা।

তাসকিন আহমেদ চোট থেকে ফিরলেও বোলিং করতে কোন সমস্যা হয়নি। তবে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাসকিন না খেললে পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ইবাদত হোসেন। দলের অনুশীলন পুরোটাই মাতিয়ে রেখেছিলেন তিনি। সতীর্থ জাকির হাসানের বিপক্ষে জোরালো আবেদন করলেন আম্পায়ারের ভূমিকায় থাকা পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে। ডোনাল্ড নাকচ করে দিতে রিভিউর ইশারা করেন। ব্যাটারদের গতিতে বারবারই পরীক্ষা নিচ্ছিলেন তিনি। মূল ম্যাচেও ইবাদতকে সেরা অবস্থায় পেতে চাইবে বাংলাদেশ দল। 

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

9h ago