অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকেট

Mirpur galley
ছবি: ফিরোজ আহমেদ

আয়ারল্যান্ড সিরিজের মতই আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও টিকেট অনলাইনে ছাড়ছে বিসিবি। তবে অনলাইনের পাশাপাশি সরসরি কাউন্টার থেকেও সংগ্রহ করা যাবে খেলা দেখার পাস।

১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের একমাত্র টেস্ট। ঈদুল আজহার ছুটির পর হবে এই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অংশ।

আপাতত তাই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টেস্টের টিকেটের বিস্তারিতই জানিয়েছে বিসিবি। অনলাইনে টিকেট নিশ্চিত করতে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে (https://ticket.tigercricket.com.bd/) রেজিস্ট্রেশন করতে হবে।

সোমবার দুপুর ২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত পাওয়া যাবে অনলাইনের টিকেট। অনলাইনে টিকেট পেতে জাতীয় পরিচয় পত্রের পাশাপাশি একটি নির্দিষ্ট মোবাইল নম্বর দিতে হবে। একজন সর্বোচ্চ দুটি টিকেট কিনতে পারবেন।

অন্যবারের মতো এবারই টিকেটের দাম একই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার টাকায় দেখা যাবে টেস্ট। পূর্ব গ্যালারি ১০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ২০০, ক্লাব হাউজ ৩০০, ভিআইপি স্ট্যান্ড ৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম ১ হাজার টাকা।

ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন মিরপুর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকেট।

 

Comments

The Daily Star  | English

UP chairmen’s absence: People suffer amid service disruptions

The situation worsened after the launch of "Operation Devil Hunt" in early February

10h ago