আফগানিস্তানের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন তামিম
পিঠের চোট নিয়েই দুদিন অনুশীলন চালিয়েছেন তামিম ইকবাল। মেডিকেল রিপোর্টে কোনো সমস্যা খুঁজে পাওয়া না গেলেও অস্বস্তি বোধ করছেন তারকা ওপেনার। সেকারণে বাঁহাতি ব্যাটারকে হিসাবের বাইরে রেখেই একাদশ করতে যাচ্ছে বাংলাদেশ।
আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়ে তামিমের ছিটকে যাওয়ার খবর দিয়েছে বিসিবি। বিবৃতিতে জাতীয় দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি তামিমের ছিটকে যাওয়া নিয়ে দেন ব্যাখ্যা, 'তামিম পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করছেন। এটা তাকে সময়ে সময়ে সমস্যা দিচ্ছে। আমাদের চিকিৎসা তার ব্যথা কমিয়ে রাখার দিকে নজর দিয়ে করা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার পরিস্থিতির পর্যাপ্ত উন্নতি হয়নি, তার অবস্থা টেস্ট খেলার মতন নয়।'
'ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলনের সময় তিনি আড়ষ্টতা বোধ করছেন। এই অবস্থায় পাঁচদিন টেস্ট খেলার মতন শারীরিক প্রস্তুতি নেওয়া সম্ভব না।'
আগামীকাল বুধবার মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের একমাত্র টেস্ট। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল দশটায়। চোটের কারণে আরও একটি টেস্ট খেলা হচ্ছে না অভিজ্ঞ ক্রিকেটারের। তার পরিবর্তে ওপেনিংয়ে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে।
পিঠের পুরনো ব্যথা ফিরে আসায় দুদিন বিরতি দিয়ে গত রোববার টেস্ট দলের অনুশীলনে ফেরেন তামিম। কিন্তু অস্বস্তি আড়াল করতে পারেননি তিনি। ওয়ার্মআপ ও ব্যাটিং অনুশীলনের সময় বারবারই কোমরে হাত দিতে দেখা যাচ্ছিল তাকে। বাংলাদেশের গতকাল সোমবারের অনুশীলন বাতিল হয় বৃষ্টিতে।
মঙ্গলবার সকালে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে তামিমের বিষয়টি পর্যবেক্ষণে রাখার কথা জানান। এই সময় শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাট করেন তামিম। ৩০ মিনিট ধরে চালান প্রস্তুতি। তবে ব্যাকফুটে গিয়ে খেলতে দেখা যায়নি তাকে। সাধারণত পিঠ ব্যথা থাকলে ব্যাকফুটে খেলা কঠিন হয় ব্যাটারদের।
তামিম ছিটকে গেলেও আর কাউকে নেওয়া হচ্ছে না। যথেষ্ট বিকল্প থাকায় চিন্তার কিছুও দেখছে না টিম ম্যানেজমেন্ট। বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন তামিমের চোটের প্রসঙ্গে দ্য ডেইলি স্টারকে বলেছেন, 'তামিমের পিঠের চোটের ব্যাপারে মেডিকেল রিপোর্টে কিছু ধরা পড়েনি। তবে তিনি অনুশীলন করতে গেলেই অস্বস্তি অনুভব করছেন। এক্ষেত্রে খেলোয়াড়কেই সিদ্ধান্ত নিতে হয় যে খেলবে নাকি খেলবে না। তামিম না থাকলেও আমাদের চিন্তার কিছু নেই। আমাদের হাতে ব্যাক-আপ ওপেনার আছে। জাকির ও জয় ভালো অবস্থায় আছে। তামিম খেললে ভালো হতো, না খেলাতেও সমস্যা নেই। অন্য ওপেনাররা খেলার জন্য তৈরি আছে।'
Comments