১৩ টেস্ট পর মুমিনুলের সেঞ্চুরি

১৩ টেস্ট পর ফের তিন অঙ্কের দেখা পেলেন মুমিনুল।

ইয়ামিন আহমেদজাইর বাউন্সারে কী সাবলীলভাবেই না আপারকাট করে দিলেন মুমিমুল হক। তিনি তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। চার মেরেই স্পর্শ করে কাঙ্ক্ষিত তিন অঙ্ক। অথচ লম্বা সময় ধরেই ব্যাটে ছিল রানের খরা। মাঝে তো বাদও পড়ে গিয়েছিলেন।

১৩ টেস্টে ২৬ ইনিংস পর সেঞ্চুরি দেখা পেলেন মুমিনুল। মাঝে অবশ্য দুটি ফিফটি ছিল। দুইবারই সেই ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করার সুযোগও ছিল। কিন্তু দুইবারই আউট হয়েছে আশি রানের (৮৮ ও ৮৪) কোটা পার করে। 

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে  হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন। ১৪৫ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি। এর আগে সবশেষ সেঞ্চুরিটা সেই ২০২১ সালের এপ্রিলে করেছিলেন মুমিনুল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তখন বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি।

জাকির হাসান রানআউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল। জুটি বাঁধেন দুই ইনিংসে সেঞ্চুরি তোলা শান্তর সঙ্গে। দারুণ কিছু শটে ৬৭ বলে তুলে নেন ফিফটি। এরপর দেখা পান সেঞ্চুরিরও। মাঝে তার বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন আফগানরা। তবে সফল হননি।

এদিন ইনিংসের শুরুটা নড়বড়ে ছিল মুমিনুলের। যদিও তৃতীয় বলেই পেয়েছেন বাউন্ডারি। তার বিরুদ্ধে জোরালো আবেদনও ছিল কয়েকবার। একবার রিভিউও নেয় আফগানরা। তবে সফল হয়নি তারা। সেই সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে বাংলাদেশের লিডকে বড় করতে কার্যকরী ভূমিকা রাখেন তিনি।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago