গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি পেয়েছেন সাকিব-লিটন

আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই আসরের শুরু থেকেই খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এরজন্য তাদের এনওসি (অনাপত্তি পত্র) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব ও লিটনকে এনওসি দেওয়ার বিষয়টি সোমবার সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, 'গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ও নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সাকিবের মতোই... ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।'

জাতীয় দলের খেলা থাকায় সবশেষ আইপিএলের শুরু থেকে খেলার জন্য এনওসি পাননি সাকিব ও লিটন। পরে লিটন যোগ দিলেও দেওয়া হয়নি সাকিবের। পারিবারিক কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে গ্লোবাল টি-টোয়েন্টির শুরু থেকেই খেলছেন এ দুই তারকা।

'এখন তো জাতীয় দলের কোনো খেলা নেই। প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করে দেওয়া হয়েছে। এই সময়ে যে সংস্করণেই হোক বিশ্বকাপের আগে আমরা চাই খেলুক। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারলে এটা আমাদের জন্যই ভালো,' বলেন জালাল।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটনকে নিয়েছে সারে জাগুয়ার্স। সাকিবের মন্ট্রিয়ল ও লিটনের সারে ছাড়া বাকি চারটি দল হলো মিসিসাউগা প্যানথারস, ব্র্যাম্পটন উলভস, ভ্যাঙ্কুভার নাইটস ও টরন্টো ন্যাশনালস।

সবশেষ ২০১৯ সালে কানাডার গ্লোবাল লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়নি। লম্বা বিরতির পর আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট ফাইনাল দিয়ে শেষ হবে এ লিগ।

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

4h ago