আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকায়

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

ঈদের বিরতি শেষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সিরিজের খেলা মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে সমর্থকদের। সর্বোচ্চ ১৫০০ টাকা।

রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। একই মূল্য রুফটপ হসপিটালিটি বক্সের টিকিটের দাম। ৩০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ড এবং ক্লাব হাউজের টিকেট মিলবে ৫০০ টাকায়। আর ইন্টারন্যাশনাল স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

ম্যাচের আগের দুই দিন টিকিট বিক্রি করা হলেও মিলবে ম্যাচের দিনও। সাগরিকা টিকিট কাউন্টার এবং এমএ আজিজ স্টেডিয়াম কাউন্টারে মিলবে এ টিকিট। খোলা থাকবে সকাল সাড়ে ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আগামী বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর একই ভেন্যুতে ৮ জুলাই দ্বিতীয় ম্যাচ এবং ১১ জুলাই তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

2h ago