উইকেট এতটা কঠিন ছিল না: হৃদয়
সতর্ক শুরুর পর আচমকা পথ হারানো, একের পর এক উইকেট হারিয়ে পরে দ্রুতই ম্যাচ থেকে ছিটকে যাওয়া। টেনেটুনে একটা পুঁজি আনলেও সেটা লড়াইয়ের জন্য যথেষ্ট ছিল না বাংলাদেশের। এদিন বাকি সব ব্যাটারের ব্যর্থতার মাঝে লড়ছেন কেবল তাওহিদ হৃদয়। এই তরুণ ফিফটি না করলেও চরম বিব্রতকর অবস্থাই হতো তামিম ইকবালদের। হারের পর দলের হয়ে কথা বলতে এসে সেই হৃদয় জানালেন, তারা যেভাবে ব্যাট করেছেন, উইকেট আসলে ততটা কঠিন ছিল না।
টস হেরে ব্যাট করতে নেমে ১৩৯ রানেই ৭ উইকেট পড়ে যায় বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করলেও তা নিয়ে লড়াই করা যায়নি। ডিএলএস মেথডে হারতে হয় ১৭ রানে।
এদিন শুরুতে এলোমেলো থাকা আফগানরা দ্রুতই নিজেদের গুছিয়ে বাংলাদেশকে চেপে ধরে। ফজল হক ফারুকি হয়ে উঠেন ভয়ানক। রশিদ খান, মুজিব উর রহমানদের ঘূর্ণির জবাব খুঁজে পাননি সাকিব আল হাসানরা।
বাকি সবার ব্যর্থতার মাঝে ৬৯ বলে ৩ চারে ৫১ রান করেন হৃদয়। তার মতে উইকেট ব্যাট করার জন্য স্বর্গ না হলেও খুব কঠিনও ছিল না, 'আমার কাছে এমন মনে হয়নি। উইকেট এতটা কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমি মনে করি, আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আজ আমাদের ব্যাটিং ভালো হয়নি। '
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শুরুতেই হেরে পিছিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বকাপের বছরে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করার মিশনে আপাতত গড়বড় হয়ে গেছে হিসাব নিকাশ। তবে হৃদয়ের বিশ্বাস সিরিজের বাকি দুই ম্যাচ জিতে ঠিকই আত্মবিশ্বাস ফেরত পাবেন তারা, 'অবশ্যই আমরা এখান থেকে খুব ভালোভাবে ফিরে আসব। এবং আমি মনে করি যে সিলি ভুল করেছি, সেগুলো যত কমানো যায় এখান থেকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জেতা সম্ভব। আজকে আমাদের সেরাটা দিতে পারিনি। এখান থেকে দুই তিনজন অবদান রাখলে ফিরে আসব।'
Comments