‘২৫-২৬ গড় একদম খারাপ না’
'আপনি নিজেও ভালো ফর্মে নেই, বাড়তি এফোর্ট দিচ্ছেন কিনা?' প্রশ্নটা হয়ত ভালো লাগেনি লিটন দাসের। মুখে হাসি ঝুলিয়ে প্রশ্ন কর্তাকেই তার পাল্টা জিজ্ঞাসা, 'ফর্ম কি, ভাই? কত করলে ফর্মে থাকব, এটা একটু বলেন না!'
গত ১০ ওয়ানডেতে তার পারফরম্যান্স মনে করিয়ে দিতেই অবাক করা উত্তর দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অধিনায়ক, তার মতন খেলোয়াড়ের কাছ থেকে এমন উত্তর কিছুটা অপ্রত্যাশিতও বলা যায়।
প্রশ্ন কর্তা মনে করিয়ে দিলেন কত ১০ ওয়ানডেতে তার গড় ২৫-২৬। উত্তরে লিটন বলেন, 'গড়? ২৫-২৬ একদম খারাপ নয়। আপনি কত চান? ৫০ করাই লাগবে প্রতি ম্যাচে! (হাসি)'
গত ১০ ওয়ানডেতে ২ ফিফতিতে ২৬.১১ গড়ে ২৩৫ রান করেছেন লিটন। শূন্য রানে আউট হয়েছেন তিনবার।
অথচ গত বছর আন্তর্জাতিক ক্রিকেট দারুণ কাটে লিটনের। সব সংস্করণ মিলিয়ে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৯২১ রান করেছিলেন তিনি। ওয়ানডেতে ১৩ ইনিংসে ৫২.৪৫ গড়ে দলের সর্বোচ্চ ৫৭৭ রান আসে তার ব্যাটে।
চলতি বছরে এই ম্রিয়মাণ অবস্থা নিয়ে প্রশ্ন অস্বাভাবিক না। কিন্তু নিজের ফর্ম নিয়ে একদম ভাবিত না ডানহাতি ওপেনার, 'দেখুন, ক্রিকেটে একটা সিরিজ ভালো যাবে, একটা খারাপ যাবে। এটা নরম্যাল। ফর্ম আসবে-যাবে, এটা এমন কোনো কিছু নয়। তিন ফরম্যাট খেলছি, একটি ফরম্যাট খারাপ যেতেই পারে। আমার কাছে মনে হয় না… বাড়তি কোনো চাপ নেই। আমি সাধারণভাবেই আমার ক্রিকেট নিয়ে চিন্তা করছি, কীভাবে আরও ভালো করা যায়, চেষ্টা করছি।'
Comments