তিন বদল নিয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, বিশ্রামে রশিদ

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশও একাদশে এনেছে তিন বদল। তিন পেসারের বদলে খেলানো হচ্ছে তিন স্পিনারকে।
Toss
ছবি: ফিরোজ আহমেদ

সিরিজ আগের ম্যাচেই খুইয়ে ফেলেছে বাংলাদেশ। এবার হোয়াটওয়াশ এড়ানোর মিশনে টস ভাগ্য পক্ষে আসেনি স্বাগতিকদের। টস জিতে আফগানিস্তান অধিনায়ক হাসমতুল্লাহ শহিদি আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজ জিতে যাওয়ায় এই ম্যাচে আফগানিস্তান রশিদ খানকে বিশ্রাম দিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশও একাদশে এনেছে তিন বদল। তিন পেসারের বদলে খেলানো হচ্ছে তিন স্পিনারকে।

ইবাদত হোসেন চোটের কারণে বাদ পড়ায় তার জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে শরিফুল ইসলামকে। আরেক পেসার হাসান মাহমুদের জায়গায় খেলবেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

২০১৪ সালের পর ঘরের মাঠে ওয়ানডেতে কোন প্রতিপক্ষের বিপক্ষে হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়েনি বাংলাদেশ। এবার আফগানদের বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সে দুই ম্যাচ হারার পর সেই শঙ্কার সামনে দাঁড়িয়ে আছেন লিটন দাসরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতলে আগে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন বলে জানান লিটন।  

আগেই সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে পরীক্ষা নিরীক্ষা করছে আফগানরা। চ্যাম্পিয়ন লেগ স্পিনার রশিদকে বিশ্রাম দিয়ে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার জিয়াউর রহমানকে। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। এছাড়া মোহাম্মদ সালিমের জায়গায় আব্দুল রহমানকে একাদশে রেখেছে তারা। এই পেসারেরও এটি অভিষেক ম্যাচ।

আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান,ফজল হক ফারুকি, আব্দুল রহমান, জিয়াউর রহমান।

বাংলাদেশ  একাদশ: লিটন দাস, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago