ভারতকে একশর আগেই আটকে দিল বাংলাদেশ
সিরিজে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। সে লক্ষ্যে শুরুটা দারুণ করেছে টাইগ্রেসরা। দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে একশর আগেই বেঁধে ফেলেছে তারা। ফলে লক্ষ্যটা নাগালের মধ্যেই থাকছে নিগারদের।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান করেছে ভারতীয় মেয়েরা। অর্থাৎ জিততে হলে ৯৬ রান করতে হবে বাংলাদেশকে।
তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ করেনি ভারত। দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি বন্দনার ওপেনিং জুটিতে আসে ৩৩ রান। তখন বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন এ দুই ওপেনার। তবে এ জুটি ভেঙেই দারুণভাবে ম্যাচে ফেরে বাংলাদেশ।
শুরুটা করেন নাহিদা আক্তার। বোল্ড করে দেন স্মৃতিকে। পরের ওভারে আরেক ওপেনার শেফালিকে ফেরান সুলতানা। এক বল পরে ভারত শিবিরে বড় ধাক্কাটা দেন এই অফস্পিনার। রানের খাতা খোলার আগেই বোল্ড করে দেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কউরকে। তাতে সফরকারীদের চেপে ধরেন টাইগ্রেসরা।
সে চাপ আর উতরে উঠতে পারেনি ভারত। নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে তারা। ফলে কোনো ব্যাটারই দায়িত্ব নিতে পারেননি। সপ্তম উইকেটে আমারজট কউরের সঙ্গে দিপ্তি শর্মার ২১ রানের জুটিতে মাঝারী পুঁজি পায় ভারত।
ভারতের পক্ষে সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন শেফালি। এছাড়া আমানজট করেন ১৪ রান। বাংলাদেশের পক্ষে ২১ রানের খরচায় ৪টি উইকেট নেন সুলতানা। ১৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান ফাহিমা খাতুন।
Comments