ড্রেসিং রুম কখনোই আনসেটেলড মনে হয়নি: সাকিব

ছবি: ফিরোজ আহমেদ

সামনেই এশিয়া কাপ। এরপর বিশ্বকাপের আসর। এমন দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ দল। তার উপর এ সিরিজের মাঝে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অবসর নিয়েও নানা কাণ্ড। তাতে ড্রেসিং রুমের পরিস্থিতি কিছুটা হলেও অশান্ত বাংলাদেশের। কিন্তু ড্রেসিং রুমে বিরূপ কোনো পরিস্থিতি কখনোই দেখেননি বলেই দাবি করেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।

মূলত তামিমের হুট করে অবসর নেওয়ার কারণেই নানা আলোচনা-সমালোচনা। যদিও একদিন পর প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙার ঘোষণাও দিয়েছেন। তবে সে সিরিজে আর খেলেননি। গিয়েছেন বিশ্রামে। আর প্রথম দুই ম্যাচ হেরে ওয়ানডে সিরিজও খুইয়ে বসে টাইগাররা। অথচ এ সংস্করণেই সবচেয়ে বেশি ভালো খেলে থাকে বাংলাদেশ। ২০১৫ সালের পর ঘরের মাঠে সিরিজ হারের উদাহরণ রয়েছে খুব কমই। আর ভারতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

এতো কিছুর পরও ড্রেসিং রুম স্বাভাবিক রয়েছে বলে জানান সাকিব, 'আসলে দেখুন, বাইরে থেকে অনেক সময় অনেক কিছু মনে হতে পারে। ড্রেসিং রুম আমার কাছে কখনোই মনে হয়নি যে আমরা আনসেটেলড ছিলাম কিংবা এখন আছি। আবহ তো আমি সবসময়ই মনে করি ভালো আছে। অবশ্যই ফলাফলে কারণেই আপনারা সবসময় চিন্তা করবেন যে ড্রেসিং রুমের অবস্থা ভালো নাকি খারাপ। তবে আমার কাছে মনে হয় না যে, ড্রেসিং রুমের আবহ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি বা হারি, সেটার ওপর।'

তামিম ইস্যু কিংবা ওয়ানডে হার এসব বিষয় না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদই সকল খেলোয়াড়দের মধ্যে দেখেছেন বলে জানান অধিনায়ক, 'আমাদের এখন চেষ্টা থাকে সবসময় প্রতিদিন কীভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে দলের হয়ে পারফর্ম করতে পারি ও দলে অবদান রাখতে পারি।'

এদিকে টি-টোয়েন্টি সংস্করণে সবশেষ দুটি সিরিজে দারুণ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার স্মৃতিও রয়েছে। সে ধারা ধরে রেখে এবার আফগান চ্যালেঞ্জটাও উতরাতে চান সাকিব, 'ঘরের মাঠে সবশেষ দুটি (টি-টোয়েন্টি) সিরিজই আমরা ভালো খেলেছি। এটা আমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জ। আফগানিস্তান অবশ্যই ভালো দল। আমাদের চেষ্টা থাকবে, যেভাবে আমরা ক্রিকেটটা খেলছি, যেভাবে উন্নতি হচ্ছে, প্রতিটি ম্যাচেই ওভাবে পারফর্ম করার জন্য।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

7h ago