বিশ্বকাপে সব খেলোয়াড়ের ফিট থাকাটা বেশি গুরুত্বপূর্ণ বললেন সাকিব
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে মাঠে নামলেও বাংলাদেশের মূল ভাবনায় ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ। প্রতিবেশী দেশটিতে এবার ভালো কিছু করতে মুখিয়ে রয়েছে টাইগাররা। আর সেটা করতে হলে দলের সবার শতভাগ ফিট থাকা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান।
মূলত প্রসঙ্গটি উঠে আসে পেসারদের নিয়ে। একটা সময় বাংলাদেশ স্পিন নির্ভর দল হলেও সাম্প্রতিক সময়ে পেস বোলিং বিভাগেও দারুণ উন্নতি করেছে টাইগাররা। এমনকি দলে এখন নির্দিষ্ট করে কোনো পেসারই অটো চয়েজ নন। পাঁচজন পেসার -তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলামকে ঘুড়িয়ে ফিরিয়ে খেলানোর মতো বিলাসিতা করতে পারছে বাংলাদেশ।
স্বাভাবিকভাবেই এর বড় সুবিধা দেখছেন সাকিব, 'অবশ্যই খুবই ভালো যে দুই ডিপার্টমেন্টই এখন অনেক বেশি স্ট্রং আমি মনে করি। এবং সবাই কন্ট্রিবিউট করছে। ব্যাটসম্যানরা তাদের জায়গা থেকে, ফাস্ট বোলাররা, স্পিনাররা, সবাই যদি কন্ট্রিবিউট করে তাহলে দলগুলোর আমাদের বিপক্ষে প্ল্যান করা ইজি না।'
প্রতিপক্ষ দল এখন বাংলাদেশের বিপক্ষে সহজেই কোনো পরিকল্পনা করতে পারবেন না বলে মনে করেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক, 'আমাদের বিপক্ষে কোন দল প্ল্যান করতে গেলে স্বাভাবিকভাবেই অতো বেশি স্পিনিং উইকেট দিবে না আবার পেস বোলারদের ফেভারে থাকা উইকেটও দিবে বলে আমার কাছে মনে হয় না। এটাতো আমাদের জন্য অনেক বড় একটা এডভান্টেজ।'
তবে শুধু এই পেসাররাই নন, বর্তমান স্কোয়াডের সবাইকেই শতভাগ ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাকিব, 'রোটেশন পলিসি অবশ্যই ইম্পরট্যান্ট। আপনি যেটা বললেন অনেক আছে, অনেক আবার নাই। দুই জন ইনজুরড হয়ে গেলে তখন আবার মনে হবে বোলার নাই। সবাই যেন ফিট থাকে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত।'
'আমাদের যে ৪/৫ জন যারা এখন ন্যাশনাল টিমের স্কোয়াডে আছে এটা খুবই ইম্পরট্যান্ট আমাদের জন্য তারা যেন সুস্থ অবস্থায় পুরো ওয়ার্ল্ডকাপটা খেলতে পারে। আমাদের দল থেকে যদি ভালো কিছু এনে দিতে হয় বাংলাদেশের হয়ে তাহলে শুধু ফাস্ট বোলার না, আমাদের যে ১৫/২০ জনের যে স্কোয়াডটা আছে সবাই ফিট থাকাটা খুব ইম্পরট্যান্ট,' যোগ করেন সাকিব।
Comments