ভারতকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দেড়শ পেরিয়ে গুটিয়ে গেল বাংলাদেশ নারী দল। এই স্বল্প পুঁজি নিয়ে ভারতকে হারাতে বোলারদের করে দেখাতে হতো বিশেষ কিছু। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জ্বলে উঠলেন মারুফা আকতার ও রাবেয়া খাতুন। তাদের নৈপুণ্যে ওয়ানডেতে প্রতিবেশীদের বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের স্বাদ নিল টাইগ্রেসরা।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতকে ডিএলএস পদ্ধতিতে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে গিয়ে ৪৪ ওভারে নেমে আসা ম্যাচে এক ওভার বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয় তারা। এরপর সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫৪ রানের। তবে স্বাগতিকদের বোলিং তোপে ৩৫.৫ ওভারে মাত্র ১১৩ রানে থামে দলটির ইনিংস।

 

ওয়ানডেতে ভারতের বিপক্ষে ছয়বারের দেখায় বাংলাদেশের মেয়েদের এটি প্রথম জয়। সব সংস্করণ মিলিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল তারা। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।

ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় ১৫২ রান পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরা। অধিনায়ক জ্যোতি ৬৪ বল খেলে সর্বোচ্চ ৩৯ রান করেন। ফারজানা হকের ব্যাট থেকে আসে ৪৫ বলে ২৭ রান। দুই অঙ্কে যেতে পারেন আরও চারজন। অভিষিক্ত স্বর্ণা আক্তার ব্যাটিংয়ে নামতে পারেননি। পেটের ব্যথায় কাতর হয়ে হাসপাতালে যেতে হয় তাকে।

দলের জয়ে বল হাতে সবচেয়ে বড় অবদান রাখেন ম্যাচসেরা মারুফা আকতার। তরুণ ডানহাতি পেসার ৪ উইকেট নেন ২৯ রানে। ওয়ানডেতে এটিই বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিং ফিগার। লেগ স্পিনার রাবেয়া ৩ উইকেট শিকার করেন ৩০ রান খরচায়।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

1h ago