টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সাকিব-নাসুমের লাফ, লিটনের উন্নতি

বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন সাকিব। নাসুম দিয়েছেন বড় লাফ। তিনি এগিয়েছেন ১৭ ধাপ।
ছবি: ফিরোজ আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা বাংলাদেশের ক্রিকেটাররা র‍্যাঙ্কিংয়েও পেলেন সুখবর। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাকিব আল হাসান ও নাসুম আহমেদ, উন্নতি হয়েছে তাসকিন আহমেদেরও। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাস।

বুধবার আইসিসির র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন সাকিব। নাসুম দিয়েছেন বড় লাফ। তিনি এগিয়েছেন ১৭ ধাপ।

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪ উইকেট নিয়ে অবদান রাখেন সাকিব। তাতে তার রেটিং পয়েন্ট বেড়েছে ৩২। ৬১৬ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির সঙ্গে ১৬তে অবস্থান করছেন তিনি।

দুই ম্যাচের সিরিজে কেবল এক উইকেট পেলেও রান আটকে রাখার কাজ করেন নাসুম। ৫০ নম্বর থেকে তিনি উঠেছেন ৩৩ নম্বরে।

পেসার তাসকিন আহমেদ দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে ৩৫ থেকে উঠে এসেছেন ৩২ নম্বরে।

বাংলাদেশের বিপক্ষে ভালো না করলেও বোলাদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানই। মলিন পারফরম্যানে ৬ থেকে এক ধাপ নেমে গেছেন তার সতীর্থ ফজলহক ফারুকি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রান করা ওপেনার লিটন এগিয়েছেন তিন ধাপ। ২১ থেকে তিনি এখন ১৮ নম্বরে। দুই ম্যাচের সিরিজে রান না পাওয়ায় নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ পিছিয়ে এখন ২৯ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে লিটনই সবার উপরে।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কোন বদল হয়নি। আগের মতই সবার উপরে আছেন ভারতের সূর্যকুমার যাদব।

আফগানদের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সাকিব অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আছেন শীর্ষেই।

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

22m ago