বৃষ্টি বাঁচিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে
শঙ্কাটা আগের দিন থেকেই ছিল। ভারত টি-টোয়েন্টি গতিতে রান তুলে তাই আগেভাগে ইনিংস ছেড়ে চেষ্টা চালিয়েছিল জেতার। তবে পোর্ট অব স্পেনে শেষ দিনে একটি বলও হলো না। অবশ্য প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জেতায় সিরিজ জিতেছে ভারতই।
সোমবার কুইন্স পার্ক ওভালে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন বৃষ্টিতে হয় পরিত্যক্ত। শেষ দিনে জেতার জন্য ক্যারিবিয়ানদের দরকার ছিল ২৮৯ রান, ভারতের ৮ উইকেট। পুরো সিরিজে ভারতীয় বোলিংয়ে কোণঠাসা দলটির পক্ষে ৯০ ওভার টিকে ড্র করা ছিল কঠিন। তাদের কাজ সহজ করে দেয় আবহাওয়া।
দুই টেস্টের সিরিজ ভারত জিতেছে ১-০ ব্যবধানে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় পয়েন্ট হাতছাড়া হওয়ার আক্ষেপে পুড়তে হবে ভারতকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে ধস নামানো পেসার মোহাম্মদ সিরাজ হয়েছে ম্যাচ সেরা। দুই টেস্টে ১৫ উইকেট নিয়ে সিরিজ সেরা রবীচন্দ্রন অশ্বিন।
ম্যাচ সেরা হওয়ার প্রতিক্রিয়ায় সিরাজ জানান, পেসারদের জন্য কঠিন কন্ডিশনেও ভালো করতে পেরে দারুণ আত্মবিশ্বাস পেয়েছেন তিনি।
টেস্টের পর দুই দল এবার তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। আগামী ২৭ জুলাই ব্রিজটাউনে শুরু হবে ওয়ানডে সিরিজ।
Comments