ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরলেন হেটমায়ার, স্কোয়াডে নেই পুরান-হোল্ডার
লম্বা সময় বাইরে থাকার পর ভারতের বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন ব্যাটার শেমরন হেটমায়ার। ফেরানো হয়েছে পেসার ওসান টমাসকেও। তবে বিশ্বকাপ বাছাইপর্বে ব্যর্থ হওয়া নিকোলাস পুরান আর জেসন হোল্ডার নেই স্কোয়াডে।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ জনের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাতে বড় চমক হেটমায়ারের ফেরা, পুরান-হোল্ডারের না থাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে অবশ্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে পুরান-হোল্ডারকে নির্বাচনের জন্য এভেইলেবল পাওয়া যায়নি। এছাড়া চোটের কারণে নেই পেসার কেমো পল।
চোট কাটিয়ে ফিরেছেন জেইডেন সিলস ও ইয়ানিক কারিয়াহ। বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটিকেও ফেরানো হয়েছে। গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেও বিশ্বকাপ বাছাইপর্বে হেটমায়ারকে না রাখায় সমালোচনা হয়। বাছাইপর্বে হতাশ করে ক্যারিবিয়ানরা। প্রথমবারের মত বিশ্বকাপে খেলতে পারবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
২৭ জুলাই বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে। ২৯ জুলাই একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। ১ অগাস্ট সিরিজের শেষ ম্যাচ হবে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), শেমরন হেটমায়ার, রোমারিও শেফার্ড, রোবম্যান পাওয়েল, আলজেরি জোসেফ, কেভিন সিনক্লিয়ার, আলিক আথানজে, ব্র্যান্ডন কিং, ওসান টমাস, ইয়ানিক কারিয়াহ, কাইল মেয়ার্স, কেসি কার্টি, গুদাকেশ মোটি, ডমিনিক ড্রেকস, জেইডেন সিলস।
Comments