দ্বিতীয় দিনে বৃষ্টির দাপট

প্রথম দিনেই লঙ্কানদের কোণঠাসা করে ফেলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটাও ছিল দারুণ। কিন্তু মাত্র ১০ ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। এরপর আর একটি বল গড়ায়নি মাঠে।

প্রথম দিনেই লঙ্কানদের কোণঠাসা করে ফেলেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শুরুটাও ছিল দারুণ। কিন্তু মাত্র ১০ ওভার খেলা হওয়ার পর নামে বৃষ্টি। এরপর আর একটি বল গড়ায়নি মাঠে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেটে ১৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করতে বাধ্য হয়েছে পাকিস্তান।

আগের দিনের ২ উইকেটে ১৪৫ রানে নিয়ে এদিন ব্যাটিংয়ে নামেন দুই অপরাজিত ব্যাটার আবদুল্লাহ শফিক ও অধিনায়ক বাবর আজম। ১০ ওভারে স্কোরবোর্ডে ৩৩ রান যোগ করলে ১২ রানের লিড পায় পাকিস্তান। কিন্তু এরপর নামে বৃষ্টি।

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে গেলে স্থানীয় সময় বিকেল সোয়া তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। সে ঘাটতি পোষাতে তৃতীয় দিনে খেলা শুরু হবে পৌনে ১০টায়।

৭৪ রানে দিন শুরু করে এদিন ৮৭ রানে অপরাজিত রয়েছেন শফিক। আর আগের দিন ৮ রান তোলা বাবর পৌঁছেছেন ২৮ রানে।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

1h ago