হৃদয় পেলেও তাসকিনকে যে কারণে এনওসি দেওয়া হচ্ছে না

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব পেয়ে বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। হৃদয়কে এনওসি দেওয়ার সিদ্ধান্ত হলেও তাসকিনকে যেতে দেওয়া হচ্ছে না। এই টুর্নামেন্টে খেলতে এর আগে এনওসি নেওয়া আছে সাকিব আল হাসানেরও। তবে তাসকিনের বেলায় কেন ভিন্নতা?
লঙ্কান প্রিমিয়ার লিগের দল জাফনা কিংস থেকে প্রথম তিন ম্যাচ খেলার প্রস্তাব পান হৃদয়। ডাম্বুলা আউরার হয়ে পুরো আসর খেলার প্রস্তাব আসে তাসকিনের।
বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তায় তাসকিনকে যেতে দেওয়া হচ্ছে না। বর্তমানে জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-১০ টুর্নামেন্ট খেলতে থাকা তাসকিনকে বার্তা দেওয়া হয়েছে, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকায় তাকে সতেজ রাখতে চাইছে বোর্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারিকে এই ব্যাপারে বলেন, 'তাওহিদ হৃদয় এনওসি পাবে। কিন্তু সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে সেজন্য তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ভাবনা এসেছে। বর্তমানে সে একটি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছে কাজেই তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতে হবে। এজন্য তাকে এনওসি দেওয়া হচ্ছে না।'
এর আগেও একাধিক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার প্রস্তাব ফিরিয়ে দিতে হয় তাসকিনকে। একবার আইপিএল থেকে ডাক পেয়ে যেতে পারেননি জাতীয় দলের খেলা থাকায়, পিএসএলের ডাকেও সাড়া দিতে পারেননি তিনি। এই ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, 'তাসকিন যেহেতু দারুণ পারফর্ম করছে তার সুযোগ আরও আসবে। কিন্তু এই বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা আমাদের মাথায় রাখতে হচ্ছে।'
লঙ্কান প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে গল টাইটান্স দলে নেয় সাকিবকে। তাকে এনওসিও দিয়েছে বিসিবি। তবে টুর্নামেন্টে সাকিব কত ম্যাচ খেলবে তা জানা যায়নি। প্লেয়ার্স ড্রাফট থেকে দল পান বাংলাদেশের আরেক খেলোয়াড় মোহাম্মদ মিঠুন। জাতীয় দলের বাইরে থাকায় তার এনওসি পাওয়া নিয়ে কোন জটিলতা নেই।
Comments