ইনিংস ব্যবধানে জিতে লঙ্কানদের হোয়াটওয়াশ করল পাকিস্তান

বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এক দিন আগেই শেষ হলো দ্বিতীয় টেস্ট। তাতে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হারালো পাকিস্তান।
Noman Ali

প্রথম ইনিংসেই ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের গতিপথ। লঙ্কানদের অল্প রানে গুটিয়ে রানের পাহাড় গড়ে ম্যাচ মুঠোয় নিয়ে নিয়েছিল বাবর আজমের দল। চরম বিপাকে থাকা অবস্থায় দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। নোমান আলির বাঁহাতি স্পিনে কাবু হয়ে কোন লড়াই জমাতে পারেনি তারা। বিশাল জয়ে তাই সিরিজও  নিশ্চিত করল সফরকারীরা।

বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে এক দিন আগেই শেষ হলো দ্বিতীয় টেস্ট। তাতে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান।

শ্রীলঙ্কার ১৬৬ রানের জবাবে ৫৭৬ রান তুলে ইনিংস ছেড়ে জেতার রাস্তা খুঁজে নেয় পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসেও দুশো করতে পারেনি তারা।

অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের লড়াইয়ের পরও ১৮৮ রানে থেমেছে তারা। এতে দুই টেস্টের সিরিজে ঘরের মাঠে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতিতে পড়ল দিমুথ করুনারত্নের দল। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ধস নামিয়ে ৭০ রানে ৭ উইকেট নেন নোমান। 

 

৫ উইকেটে ৫৬৩ রান নিয়ে দিন শুরু করে আর ১৩ রান যোগ করেই ইনিংস ছেড়ে দেয় পাকিস্তান। লিড নিয়ে নেয় ৪১০ রানের!

যে উইকেটে আব্দুল্লাহ শফিক, আগা সালমানরা রানের ফোয়ারা বইয়ে দিলেন সেখানে সব কিছুই যেন ধাঁধার মত লাগল লঙ্কান ব্যাটারদের। প্রথম ইনিংসে আবরার আহমেদের লেগ স্পিনের পাশাপাশি নাসিম শাহ, শাহীদ আফ্রিদির পেস হয়েছিল ভোগান্তির কারণ।

দ্বিতীয় ইনিংসে নোমানের বাঁহাতি স্পিনের হিসাবই মেলেনি করুনারত্নেদের। গতির ঝড়ে নাসিমও নিয়েছেন ৩ উইকেট।  বিশাল রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে শুরুটা হয়েছিল ভালো। নিশান মাদুশকাকে নিয়ে ১৮ ওভার পার করে দিয়েছিলেন করুনারত্নে। ৬৯ রানের উদ্বোধনী জুটি থামেন নোমানের বলে মাদুশকার স্টাম্প ভাঙলে। ৭২ বলে ৩৩ করে যান তিনি।

কুশল মেন্ডিসকে নিয়ে এরপর প্রতিরোধের চেষ্টা করলেও নিজের ফিফটির আগে ফেরেন লঙ্কান অধিনায়ক। ৬১ বলে তিনি করেন ৪১ রান। মেন্ডিসও থিতু হওয়ার আগেই বিদায়।

চারে নেমে ম্যাথুস আর আউট হননি। বাকিদের সবার আসা যাওয়ার মাঝে ৬৩ রানে অপরাজিত থেকে যান তিনি। তার পরের ব্যাটারদের কেউই থিতু হতে পারেননি। দীনেশ চান্দিমাল। ধনঞ্জয়া ডি সিলভা, সাদেরা সামারাবিক্রমারা দলকে করেছেন হতাশ। ৩ উইকেটে ১০৯ থেকে ১৮৮ রানেই থেমে যেতে হয় তাদের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারের চক্রে নিজেদের প্রথম সিরিজ থেকে পুরো ২৪ পয়েন্ট তুলে পাকিস্তান উঠে গেছে টেবিলের শীর্ষে।

Comments

The Daily Star  | English

Culprits of Khagrachhari, Rangamati violence will be brought to book: CA office

High-powered probe body to be formed; home adviser to visit Khagrachharai and Rangamati tomorrow

3h ago