রোহিত-কোহলিদের বিশ্রাম দিয়ে হারল ভারত

Hardik Pandya

তরুণদের সুযোগ দিতে আগে ম্যাচে সাতে নেমেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ব্যাট করতেই নামেননি। দ্বিতীয় ম্যাচের দলের বড় দুই তারকা থাকলেন একাদশের বাইরে। তবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে নেমে ভারত হারল ব্যাটিং ব্যর্থতায়।

বার্বাডোজের কিংসটন ওভালে শনিবার রাতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিং পেয়ে ভালো শুরুর পরও ভারত গুটিয়ে যায় মাত্র ১৮১ রানে। শেই হোপ আর কেসি কার্টির ব্যাটে ওই রান প্রায় ১৪ ওভার আগে পেরিয়ে জিতে যায় স্বাগতিকরা।

১৮২ রানের লক্ষ্যে নেমে আগ্রাসী খেলে দলকে ভালো শুরু পাইয়ে দেন কাইল মেয়ার্স। দলের ৫৩ রানে ২৮ বলে ৩৬ করা এই ওপেনারকে তুলে নেন শার্দুল ঠাকুর।

দ্রুতই ব্যান্ডন কিংকে হারায় ক্যারিবিয়ানরা। থিতু হতে পারেননি শেমরন হেটমায়ারও। তবে অধিনায়ক হোপের ব্যাট হয়ে যায় চওড়া। লো স্কোরিং ম্যাচে তার নিজস্ব ঘরানার ব্যাটিং হয় কার্যকর। কার্টির সঙ্গে পঞ্চম উইকেটে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ শেষ করে দেন তিনি।

৮০ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন হোপ, কার্টির ব্যাট থেকে আসে ৬৫ বলে ৪৮ রান। শার্দুল ৪২ রানে পান ৩ উইকেট।

এর আগে টস হেরে দারুণ শুরু আনেন শুভমান গিল আর ইশান কিশান। বলে-রানে সমান রেখে তাদের জুটি ছুটছিল শতরানের দিকে। ১৭তম ওভারে গিয়ে বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটির বলে ফেরেন ৪৯ বলে ৩৪ করা গিল।  ৫৫ বলে ৫৫ করা ইশান কাটা পড়েন রোমারিও শেফার্ডের পেসে। ৯০ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর যেন তাসের ঘর ভারতীয় ইনিংস।

মোটি, শেফার্ড, আলজেরি জোসেফ, জেইডন সিলসদের সামলাতে পারেননি তারা।

২৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চরম ধস নামে ভারতের ইনিংসে। সঞ্জু স্যামসন, আকসার প্যাটেল, হার্দিকদের ব্যর্থতার দিনে প্রতিরোধের চেষ্টা করেছিলেন সূর্যকুমার। থিতু হয়ে তিনিও থামেন ২৪ রান করে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি রবীন্দ্র জাদেজা। দিকহারা ভারত প্রায় ১০ ওভার আগেই গুটিয়ে যায়।

 

Comments

The Daily Star  | English

Trump started this war, we will end it, says Iranian military

Iran vowed to defend itself a day after the US dropped 30,000-pound bunker-buster bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago