ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরলেন তামিম

Tamim Iqbal
ছবি: ফিরোজ আহমেদ

পিঠের ব্যথার চিকিৎসা নিয়ে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।

সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকায় নামেন তামিম। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সেরে এরপর নিজের গাড়িতে করে বেরিয়ে যান। গণমাধ্যম কর্মীরা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে 'হাই' বলে কাঁচের গ্লাস নামিয়ে দেন তিনি।

আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা অবসরের পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নাটকীয়ভাবে ফিরে আসেন তামিম। তখন তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হওয়ার জন্য দেড় মাসের ছুটি দেওয়া হয়।

ছুটি কাটাতে প্রথমে পরিবারের সঙ্গে দুবাই যান এই অভিজ্ঞ ক্রিকেটার। সেখান থেকে ২৫ জুলাই যান লন্ডনে। বাংলাদেশ থেকে লন্ডনে গিয়ে তার সঙ্গে যোগ দেন বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, তামিমের পিঠের নিচের দিকের ব্যথার জন্য ইনভেসিব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। যেটা প্রচলিতভাবে ইনজেকশন।

ইনজেকশন নিয়ে ফিরেই মাঠে নামতে পারছেন না সর্বশেষ ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক। আপাতত তাকে এক সপ্তাহ বিশ্রামে থাকা লাগবে। পরে ধীরে ধীরে করবেন জিম। স্কিল ট্রেনিংয়ে ফিরতে এই ক্রিকেটারকে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে।

এই সময়ে আবার ব্যথা না ফিরলেই তবে মাঠে নামবেন। ব্যথা ফিরলে আবার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তাকে।

এদিকে এশিয়া কাপ সামনে রেখে ৮ অগাস্ট থেকে স্কিল অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। শুরু থেকে তামিমের তাই তাতে থাকা হচ্ছে না।

Comments