ভিসা জটিলতায় কানাডা যেতে পারেননি আফিফ
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডাক পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। এই টুর্নামেন্টে অংশ নিতে রোববার কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল তার। কিন্তু ভিসা জটিলতায় শেষ পর্যন্ত যেতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি।
গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে খেলার কথা ছিল আফিফের। গ্রুপ পর্বে তাদের শেষ দুই ম্যাচ মঙ্গলবার ও বুধবার। অর্থাৎ প্লে অফে না উঠলে এই টুর্নামেন্টে খেলার আর সুযোগ নেই আফিফের। প্লে অফে উঠে ফাইনাল পর্যন্ত গেলেও থাকছে সংশয়। ৬ আগস্ট হবে এই আসরের ফাইনাল ম্যাচ।
আফিফ ছাড়াও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। এরমধ্যে লিটন খেলছেন আবার আফিফের দল সারে জাগুয়ার্সে। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আসরের শুরু থেকে লিটন খেললেও সাকিব যোগ দিয়েছেন মাঝ পথে।
এই টুর্নামেন্টে খেলার জন্য আগামী ১০ আগস্ট পর্যন্ত অনাপত্তি পত্র পেয়েছিলেন আফিফ। তবে দেশে ফিরে ৮ আগস্ট দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু কানাডার ভিসা না মিলায় আজ মঙ্গলবার মেডিক্যাল টেস্ট দিতে বিসিবিতে চলে আসেন আফিফ।
Comments