অপেক্ষায় থাকতে বললেন লিটন
কে হতে যাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক? এ নিয়ে আগ্রহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। প্রতিদিনই নানান ধরণের সংবাদ উঠে আসছে। এ নিয়ে জানতে চাওয়া হয় সম্ভাব্য তালিকায় থাকা লিটন কুমার দাসের কাছেও। তবে এ নিয়ে কানাঘুষা না করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষণার জন্য অপেক্ষা করতে বললেন তিনি।
তামিম ইকবাল নেতৃত্ব ছেড়েছেন প্রায় সপ্তাহ খানেক হয়ে গেছে। কিন্তু এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে পারেনি বিসিবি। তাদের তালিকায় রয়েছে তিনটি নাম- সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেখান থেকে এখনও কাউকে বাছাই করতে পারেনি তারা।
আজ বৃহস্পতিবার ঢাকার সোনারগাঁও হোটেলে একটি ফিন্যান্স সার্ভিস প্রতিষ্ঠানের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন লিটন। সেখানেই তিনি বলেন, 'দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে।'
আর কেন তার বলা উচিত হবে না তার যুক্তিও তুলে ধরেছেন এই ব্যাটার, 'যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি। আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন।'
তবে অধিনায়ক হন বা না হোন নিজের সর্বোচ্চটা দিয়ে দেশের জন্য খেলে যাবেন বলেও জানান লিটন, 'অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো।'
আনুষ্ঠানিক কোনো ঘোষণা না থাকলেও অনেক দিন থেকেই তামিমের ডেপুটি হিসেবে ছিলেন লিটন। তামিমের অনুপস্থিতিতে পাঁচটি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন তিনি। যেখানে রয়েছে ভারতের বিপক্ষে খেলা গুরুত্বপূর্ণ সিরিজও।
এদিকে গুঞ্জন রয়েছে বিসিবির এক পক্ষ লিটনকেই চাইছেন অধিনায়ক হিসেবে। সে তালিকায় আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন এই কোচ। বিসিবি সভাপতির সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার। আলোচনা শেষে লিটনের নাম উঠে এলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
Comments