ক্রিকেট

এশিয়া কাপের স্কোয়াডে নেই মাহমুদউল্লাহ, নতুন মুখ তানজিদ

এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডেও রাখা হলো না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে।

ইঙ্গিতটা আগের দিনই দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শেষ পর্যন্ত সে অনুযায়ী এশিয়া কাপের দলে রাখা হলো না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। ১৭ জনের দলেও জায়গা হয়নি তার। তবে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম।

শনিবার সকালে এক সংবাদ সম্মেলন করে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইনজুরির কারণে স্কোয়াডে নেই কিছুদিন আগেই ওয়ানডে সংস্করণের নেতৃত্ব ছাড়া তামিম ইকবাল খান। মূলত তার অনুপস্থিতির কারণে প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন তানজিদ। সাম্প্রতিক সময়ে বিশেষকরে ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন এই তরুণ। চার ম্যাচে করেছিলেন তিনটি ফিফটি।

ইংল্যান্ড সিরিজ শেষে বাদ পড়া মাহমুদউল্লাহ অবশ্য জাতীয় দলে ফেরার মতো তেমন কিছু করে দেখাতে পারেননি। বাদ পড়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে খেললেও বলার মতো তেমন কোনো পারফরম্যান্স ছিল না তার। তবে অভিজ্ঞতার বিচারেই ছিলেন এগিয়ে। তবে শেষ পর্যন্ত তারুণ্যের পথেই হেঁটেছে বিসিবি। ফেরানো হয়েছে শেখ মেহেদী হাসান ও শামীম হোসেন পাটোয়ারিকে।

শেখ মেহেদী বাংলাদেশ জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন গত বছর এশিয়া কাপে। ওয়ানডে খেলেছেন আরও আগে। ২০২১ সালের মার্চে নিউজিল্যান্ড সিরিজে ছিলেন তিনি। এছাড়াও ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে সবশেষ ওয়ানডে খেলেন তিনি। এর আগে ওয়ানডে দলে থাকলেও অভিষেক হয়নি শামীমের।

এছাড়াও ফিরেছেন ইবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চোটে পড়ায় শেষ ম্যাচে বাদ দেওয়া হয়েছিল তাকে। সব আফগান সিরিজের দলে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন ওপেনার রনি তালুকদারও। প্রথম ওয়ানডে শেষে তামিম নাম প্রত্যাহার করে নেওয়ার পর স্কোয়াডে ডাকা হয়েছিল তাকে।

ওয়ানডে সংস্করণে আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। মূল আয়োজক পাকিস্তান হলেও শ্রীলঙ্কাতেও অনুষ্ঠিত হবে বেশ কিছু ম্যাচ। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ক্যান্ডিতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের আসর।

এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

Comments

The Daily Star  | English
National polls: EC orders withdrawal of two police commissioners

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago