তানজিদকে নিয়ে নির্বাচকরা ‘যথেষ্ট আত্মবিশ্বাসী’

Tanzid Hasan Tamim
তানজিদ হাসান তামিম। ছবি: ফিরোজ আহমেদ

যুব বিশ্বকাপজয়ী দলের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ওপেনার ছিলেন তানজিদ হাসান তামিম। কিন্তু পরের সময়টায় আর ঠিকমতো নিজেকে মেলে ধরতে পারছিলেন না এই তরুণ। এমনকি বিপিএলে দল পেতেও ভুগতে হয়েছিল তাকে। তামিম ইকবালের না থাকা আর ইমার্জিং কাপে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে ২২ পেরুনো তানজিদ এখন এশিয়া কাপের দলে।

শনিবার ঘোষিত ১৭ জনের ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক তানজিদের দলে থাকা। অবশ্য তাকে নেওয়া হতে পারে এই আলাপ কদিন ধরে ছিল।

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে ৩৯ বলে ৫১, ওমানের বিপক্ষে ৪৯ বলে ৬৮ আর ভারতের বিপক্ষে ৫৬ বলে ৫১ রানের মাঝারি তিন ইনিংস খেলেন তিনি। ওপেন করতে নেমে তার ব্যাটিংয়ে আগ্রাসী মেজাজ নজরকাড়ে নির্বাচকদের।

তামিম ইকবাল না থাকায় লিটন দাসের ওপেনিং সঙ্গী নিয়ে বেশ কদিন ধরেই চিন্তা ছিল টিম ম্যানেজমেন্টের। এই জায়গায় নাঈম শেখকে চেষ্টা করা হলেও তিনি সেভাবে এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। সেই জায়গায় তানজিদ দিচ্ছেন সমাধানের আভাস।

দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও জানান, তারা এই তরুণকে নিয়ে ভীষণ আশাবাদী,  'তানজিদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। শেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে। আমরা আশাবাদী দেশের জন্য ভালো কিছু দিতে অপেক্ষা করছে।'

এশিয়া কাপে মূল একাদশে জায়গা পেতে তানজিদের লড়াই মূলত নাঈমের সঙ্গে। ইমার্জিং কাপে ভালো করায় আপাতত তানজিদই কিছুটা এগিয়ে থাকবেন। চোটের কারণে এশিয়া কাপে না থাকা সাবেক অধিনায়ক তামিম বিশ্বকাপে থাকবেন কিনা তাও নিশ্চিত না। তামিম বিশ্বকাপেও না থাকলে তানজিদের সামনে নিজেকে আলোয় আনার বড় সুযোগ অপেক্ষায়।

Comments

The Daily Star  | English

At least 34 killed as Pakistan-India tensions intensify

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago