বিশ্বকাপে দেখিয়ে দেওয়ার প্রত্যয় সাকিবের

ছবি: ফিরোজ আহমেদ

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশার পারদ ছিল বেশ উঁচুতে। কিন্তু তার সিকি ভাগও পূরণ করতে পারেননি টাইগাররা। এবার ভারত বিশ্বকাপে তাদের প্রত্যাশা বেড়েছে আরও। গত চার বছরে কতোটা উন্নতি হয়েছে টাইগারদের তা এবারের বিশ্বকাপে দেখিয়ে দিতে চান ওয়ানডে সংস্করণের নবনিযুক্ত অধিনায়ক সাকিব আল হাসান।

বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন সাকিব। টাইটান্সের হয়ে আগের দিন জাফনা কিংসের বিপক্ষে খেলার মাঝে উপস্থাপিকা রিধিমা পাঠকের সঙ্গে কথা বলেন সাকিব। বাংলাদেশ দলের ওয়ানডে সংস্করণে অধিনায়ক হওয়ায় সাকিবকে অভিনন্দন জানান উপস্থাপিকা রিধিমা। তবে বিষয়টি তার জন্য নতুন কিছু নয় বলে জানান সাকিব, 'এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।'

এরপরই বিশ্বকাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে বলেন, 'আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে। আমার মনে হয় আমরা ভালো একটা দল, সাদা বলে আমরা সত্যিই ভালো খেলছি। এখন সবাইকে দেখানোর সময় আমরা কতটা ভালো।'

তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই সম্ভাব্য অধিনায়ক হিসেবে নাম ওঠে সাকিবের। তবে বেশ কয়েকদিন সময় নিয়ে গত শুক্রবার তার নাম ঘোষণা করেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এশিয়া কাপ দিয়ে শুরু হচ্ছে তার নতুন মিশন। ৩০ আগস্ট এশিয়া কাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

সাকিবের নেতৃত্বে এর আগে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। সে বছরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এরপর আর পাকাপাকিভাবে ওয়ানডে দলের অধিনায়ক থাকেননি তিনি। মাঝে ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ম্যাচে নেতৃত্ব দেন সাকিব। তবে সেসব ছিল ভারপ্রাপ্ত দায়িত্বে, নিয়মিত দলনেতা মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে।

এদিকে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দল অনুশীলন শুরু করলেও শ্রীলঙ্কাতেই থাকবেন সাকিব। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল। এরপর দলের অনুশীলনে ফিরবেন সাকিব। তার সঙ্গে লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম অনুশীলনে যোগ দেবেন সে সময়।

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago