বিশ্বকাপে স্টোকসকে ফেরাতে মরিয়া ইংল্যান্ড
বয়স কেবলই ৩২ পেরিয়েছে। টেস্টে ইংল্যান্ডকে দাপটের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বেন স্টোকস। নিশ্চিতভাবে তার ভেতর ওয়ানডেতেও দেওয়ার অনেক কিছু আছে। কিন্তু গত বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের জয়ের নায়ক গত বছর ওয়ানডেটা ছেড়ে দিলেন আচমকাই। তবে আরেকটি বিশ্বকাপ কাছে আসতে স্টোকসকে ফেরানোর জোর চেষ্টা করছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
২০১৯ বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ইংল্যান্ডের নায়ক হন স্টোকস। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও তার ঝলকে শিরোপা জেতে ইংলিশরা। বড় মঞ্চ পেলেই স্টোকস যে আলাদা জাতের সেটা প্রমাণ হয় বারবার।
আগামী অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ধরে রাখতেও স্টোকসের দিকে নজর ইংল্যান্ডের। গত বছর ওয়ানডে থেকে অবসর নিলেও বিশেষ অনুরোধে তিনি ফিরতে পারেন বলে আশা ছাড়ছেন না ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলে জানিয়েছে স্টোকসকে ফেরাতে যোগাযোগ শুরু করবেন সাদা বলের কাপ্তান জস বাটলার, 'জস সম্ভবত যোগাযোগ শুরু করব। কিন্তু বেন আমাদের সঙ্গে সোজাসাপ্টা। দেখা যাক সে এই ব্যাপারে আগ্রহ দেখায় কীনা।'
'কোন দিকে যাবে এখনো আমরা নিশ্চিত না, কিন্তু আমরা আশাবাদী। আমি সব সময় বলি তার বোলিং বাড়তি পাওনা, কিন্তু সে যেভাবে ব্যাট করে এমনকি ফিল্ডিং করে দা দুর্দান্ত।'
'পুরো অ্যাশেজে দেখবেন, সে তার প্রবল উপস্থিতি দিয়ে প্রভাব ফেলেছে। সে অনেক বছর ধরে এটা করে এসেছে। ওয়ানডেতে তাকে পাওয়া হবে অমূল্য ব্যাপার।'
বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশনে আরেক কান্ডারি হতে পারেন পেসার জোফরা আর্চার। লম্বা সময় ধরে চোটে ভুগতে থাকা আর্চারকে ঝুঁকি নিয়ে হলেও পেতে চা ইংল্যান্ড, 'ঝুঁকির বড় সম্ভাবনা আছে কিন্তু বিশ্ব মঞ্চে সে প্রমাণিত পারফর্মার।'
'আমরা পরিকল্পনা করব তাকে নিয়ে। সব ম্যাচ হয়ত সম্ভব না। কোন ম্যাচ তাকে খেলানো যায় কোন ম্যাচ বিশ্রাম দেয়া যায় ভাবব।'
Comments