অনুশীলনের সময় স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনের সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রুদ্ধদ্বারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন পূর্ব গ্যালারিতে একটি ফ্লাডলাইটে আগুন লাগে।
সোমবার আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দলের অনুশীলন হচ্ছিল ফ্লাডলাইটের আলোয়। মাঝমাঠে তখন ব্যাট করছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। তবে অগ্নিকান্ডের পর মাঠের পাশ থেকে সরে যান খেলোয়াড়রা।
বিসিবি গ্রাউন্ডস কমিটির কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা প্রায় দুই মিনিট স্থায়ী হয়।
এরপর ফের অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার জ্বালানো হয় ফ্লাডলাইট।
Comments