লঙ্কান প্রিমিয়ার লিগ

ফাইনালে যাওয়ার প্রথম সুযোগ হারাল সাকিব-লিটনদের দল

কলম্বোতে বৃহস্পতিবার এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ডাম্বুলা আউরা।
Shakib Al Hasan
ছবি: সংগৃহীত

লঙ্কান প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেও রান পাননি লিটন দাস, হাসেনি সাকিব আল হাসানের ব্যাটও। তবে সাকিব বোলিংয়ে বেশ ভালো করেছেন। যদিও অল্প পুঁজি নিয়ে লড়াই জমাতে পারেনি তাদের দল গল টাইটান্স।

কলম্বোতে বৃহস্পতিবার এলপিএলের প্রথম কোয়ালিফায়ারে গল টাইটান্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ডাম্বুলা আউরা।

আগে ব্যাট করে কেবল ১৪৬ রান জড়ো করতে পারে গল। কুশল মেন্ডিস আর কুশল পেরেরার ব্যাটে ২  বল আগে জিতে যায় ডাম্বুলা। মেন্ডিস ৪৫ বলে ৪৯ আর পেরেরা ৩৯ বলে ৫৩ রান করেন পেরেরা।

এদিন ইনিংসের একদম প্রথম ওভারে তিন নম্বরে ক্রিজে এসেছিলেন লিটন। বাউন্ডারিতে শুরু করলেও বাংলাদেশের ব্যাটারের ইনিংস লম্বা হয়নি। চতুর্থ ওভারেই টানেন ইতি। হেইডেন কেরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়াতে গিয়েছিলেন ডানহাতি লিটন। অফ স্টাম্পের বেশ বাইরে থাকা বলের নাগাল পাননি ঠিকমতো। টপ এজড হয়ে ক্যাচ যায় থার্ড ম্যানে। ৭ বলে ৮ রান করে থামেন তিনি।

চারে নেমে সাকিব থিতু হওয়ার চেশটায় ছিলেন, থিতু হয়েও গিয়েছিলেন। ধনঞ্জয়া ডি সিলভার বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন বাংলাদেশ অধিনায়ক। তিন চারে ১৭ বলে ১৯ করেন তিনি।

সাকিব-লিটনদের ব্যর্থতার দিনে শেষ ওভার পর্যন্ত খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন লঙ্কান তরুণ লাসিত ক্রসপুল। ৬১ বলে ৮০ রানের তার ইনিংসে ভর করেই দেড়শোর কাছে যেতে পারে গল।

রান তাড়ায় নামা ডাম্বুলা শুরুটা পায় ভালো। চতুর্থ ওভারে গিয়ে তাদের ধাক্কা দেন সাকিব। সাকিবের আগের বলে বাউন্ডারি মেরে পরের বল ক্রিজে ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে পরাস্ত হন আবিস্কা ফার্নান্দো। দ্রুত বল ধরে স্টাম্পিং করে দেন লিটন।

প্রথম ওভারে চার রান দেওয়া সাকিব পাওয়ার প্লের শেষ ওভার করতে এসে দেন ৮ রান। সাকিবকে আবার ফেরানো হয় ১৫তম ওভারে। ওই ওভার থেকে পেরেরা-মেন্ডিস মিলে তুলেন ৯ রান। নিজের শেষ ওভারে বাংলাদেশের তারকা দেন স্রেফ ২ রান। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট নিয়ে নিজের কাজটা করলেও লাভ হয়নি।

এলমিনিটেররে জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে সাকিব-লিটনদের গল।

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

6h ago