রতুরাজ-স্যামসনদের ঝড়ের জবাব দিতে পারল না আয়ারল্যান্ড
শুরুতে ঝড় তুললেন রতুরাজ গায়কোয়াড়, তার ফিফটির সঙ্গে চারে নেমে আগ্রাসী ইনিংস খেললেন সঞ্জু স্যামসন। রিঙ্কু সিং, শিভম দুভেকে শেষ দিকে পাওয়া গেল খুনে মেজাজে। তাতে ভারত পায় বড় পুঁজি। অ্যান্ডি বালবার্নির ফিফটির পরও যা টপকানোর অবস্থা তৈরি করতে পারেনি আয়ারল্যান্ড।
রোববার ডাবলিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভারত জিতেছে ৩৩ রানে। আগে ব্যাট করে ১৮৫ রান করে সফরকারীরা। স্বাগতিক দল থামে ১৫২ রানে। এই জয়ে তিন ম্যাচ সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করে ফেলল ভারত।
এদিন টসে জিতে ভারতকেই ব্যাট করতে দিয়েছিল আয়ারল্যান্ড। সাফল্যও পেয়েছিল শুরুতে। ঝড়ের আভাস দিয়ে চতুর্থ ওভারে ক্রেইগ ইয়ংয়ের শিকার হয়ে ফেরেন যশভি জয়সওয়াল। তিনে নেম তিলক বর্মা এদিনও ব্যর্থ।
দ্রুত ২ উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় রতুরাজ-স্যামসন জুটিতে। এই দুজন মিলে দলকে একশো পার করিয়ে দেন। ২৬ বলে ৫ চার, ১ ছক্কায় ৪০ করে থামেন স্যামসন। রতুরাজ ফেরেন ফিফটি করে। ৪৩ বলে ৬ চার, ১ ছক্কায় ৫৮ আসে তার ব্যাটে।
এরপর দলের রান বাড়ানোর ভার নিয়েছেন রিঙ্কু, দুভে। দুই বাঁহাতি স্লগ ওভার কাজে লাগিয়েছেন ভালোভাবে। ২১ বলে ২ চার, ৩ ছক্কায় ৩৮ আসে রিঙ্কুর ব্যাটে, দুভে ১৬ বলে অপরাজিত থাকেন ২২ করে।
বড় রান তাড়ায় তৃতীয় ওভারেই জোড়া উইকেট হারায় আইরিশরা। অধিনায়ক পল স্টার্লিং আর লোরকান টাকার দুজনেই প্রসিধ কৃষ্ণের বলে আউট হন কোন রান না করে।
কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেলরাও থিতু হয়ে টানতে পারেননি। দলকে একা টানছিলেন বালবার্নি। ১৬তম ওভারে তিনি ৫১ বলে ৭২ করে ফিরলে আশা মিইয়ে যায় আয়ারল্যান্ডের। শেষ দিকে মার্ক অ্যাডার ১৫ বলে ২৩ করে স্রেফ হারের ব্যবধান কমিয়েছেন।
Comments