‘পর্যবেক্ষক’ হিসেবে এশিয়া কাপে থাকছেন সুজন!
রাসেল ডমিঙ্গো কোচ থাকার সময় জাতীয় দলের 'টিম ডিরেক্টর ' হিসেবে যুক্ত রাখা হয়েছিল খালেদ মাহমুদ সুজনকে। তবে চন্ডিকা হাথুরুসিংহে আসার পর তিনি চলে যান জাতীয় দলের বাইরে। জানা গেছে, আবার ফিরতে যাচ্ছেন তিনি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, এশিয়া কাপে পর্যবেক্ষক হিসেবে যাবেন সুজন। সব কিছু ঠিকভাবে চললে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টিম ডিরেক্টরের পুরনো পদ ফিরে পাবেন তিনি।
গতকাল রোববার বাংলাদেশ দলের অনুশীলনে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। স্পিনারদের নেট দেখার পাশাপাশি কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন সুজন।
হাথুরুসিংহে প্রথম দফায় কোচ থাকার সময় জাতীয় দলের ম্যানেজার ছিলেন প্রভাবশালী এই বোর্ড পরিচালক৷ এই মেয়াদে তিনি এতদিন ছিলেন কিছুটা দূরত্বে।
এদিকে এশিয়া কাপের মূল স্কোয়াডের বাইরে কয়েকজন ক্রিকেটার ছিলেন অনুশীলনে। সৌম্য সরকার, খালেদ আহমেদ, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতদের সঙ্গে থাকার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদও। তবে পারিবারিক জরুরি কাজে কাল তাকে মাঠে দেখা যায়নি।
Comments