নিউজিল্যান্ডকে সহজেই হারাল বিশ্বচ্যাম্পিয়নরা

দুই তরুণ পেসার লুক উড ও ব্রান্ডন কার্সের তোপে পুঁজিটা বড় করতে পারেনি নিউজিল্যান্ড। মাঝারী পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এরপর ডেভিড মালানের দায়িত্বশীল ইনিংস। সঙ্গে ঝড় তোলেন হ্যারি ব্রুকস। তাতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েই সিরিজ শুরু করেছে ইংল্যান্ড।

বুধবার চেস্টার-লি-স্ট্রিটে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রান করে কিউইরা। জবাবে ৩৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে জস বাটলারের দল।

অথচ শুরুটা কী দারুণই না ছিল নিউজিল্যান্ডের। লুক উডের করা প্রথম ওভারেই তিনটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ফিন অ্যালেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। জমে ওঠেনি কোনো জুটি। ফলে স্কোরবোর্ডে লড়াই করার মতো পর্যাপ্ত পুঁজি জমা করতে পারেনি তারা।

এক প্রান্ত আগলে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স। ৩৮ বলে ৪টি চারের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ২১ রান আসে অ্যালেনের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে ২৩ রানের খরচায় ৩টি উইকেট নেন কার্স। এছাড়া ৩৭ রানের বিনিময়ে ৩টি শিকার করেন উডও।

লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৫ রানে জনি বেয়ারস্টোকে হারালেও আরেক ওপেনার উইল জ্যাকসের সঙ্গে ৫৭ রানের জুটি গড়েন ডেভিড মালান। এরপর জ্যাকস আউট হলেও হ্যারি ব্রুকসের সঙ্গে ৫৪ রানের আরও একটি দারুণ জুটি গড়ে আউট হন এই ব্যাটার। তাতেই জয়ের ভিত পেয়ে যায় ইংলিশরা। বাকি কাজ লিয়াম লিভিংস্টোনকে নিয়ে সহজেই শেষ করেন ব্রুকস।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন মালান। ৪২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্রুকস। এছাড়া জ্যাকস করেন ২২ রান।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago