নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে থাকছেন উইলিয়াসন

কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, স্কোয়াডে রাখা হবে উইলিয়ামসনকে।
Kane Williamson

আইপিএলে পাওয়া হাঁটুর চোটে বিশ্বকাপ অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল কেইন উইলিয়ামসনের। তবে শঙ্কা কাটিয়ে অধিনায়ককে পাচ্ছে কিউইরা। কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, স্কোয়াডে রাখা হবে উইলিয়ামসনকে।

মঙ্গলবার উইলিয়ামসনের বিশ্বকাপ স্কোয়াডে থাকার খবর গণমাধ্যমে দেন তিনি,  'কেইন দারুণ নিবেদন দেখিয়েছে পুনর্বাসন প্রক্রিয়ায়, একটা বিশেষজ্ঞ দলও তার চারপাশে ছিল। সে সর্বোচ্চ পর্যায়ে খেলায় ফেরার চেষ্টা করছে। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি তাকে নির্বাচিত করত পারছি।'

তবে স্কোয়াডে থাকলেও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকবেন উইলিয়ামসন। তার সামান্য কোন সমস্যা থাকলে খেলানোর ঝুঁকি নেওয়া হবে না, 'একই সঙ্গে বলছি আমরা তাড়াহুড়ো করব না, কারণ নিউজিল্যান্ডকে তার আরও লম্বা সময় সেবা দেওয়ার আছে। আমরা তাকে সেরে উঠার পর্যাপ্ত সময় দেব। বিশ্বকাপ ছোট টুর্নামেন্ট না, নিয়মিত মনিটরিংয়ের ভেতর থাকবে সে।'

উইলিয়ামসনকে দলে রাখার খবর দিলেও এখনি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করছে না ব্ল্যাক ক্যাপসরা। বিশ্বকাপ স্কোয়াড দেওয়া হবে আগামী ১১ সেপ্টেম্বর। আগামী ৫ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে নিউজিল্যান্ড। আহমেদাবাদে গত আসরের রানার্সআপ দলটি মুখোমুখি হবে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

Comments

The Daily Star  | English

Wage growth still below inflation

Unskilled workers wage grew 8.01% in September this year when inflation was 9.92%

4h ago