ভারতের বিশ্বকাপ দলে রাহুল, সূর্যকুমার
সূর্যকুমার যাদবের ওয়ানডে দলে থাকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠছিল, তার বদলে তিলক বর্মাকে বিশ্বকাপে নেওয়া যায় কিনা সেই আলোচনা ছিল জোরালো। কিন্তু ভারতের নির্বাচকরা টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটারের উপরই আস্থা রেখেছেন। চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে থাকা লোকেশ রাহুলও জায়গা পেয়েছেন ভারতের বিশ্বকাপ দলে।
বুধবার সবার আগে ১৫ সদস্যের বিশ্বকাপ দল দিয়েছে স্বাগতিক ভারত। টি-টোয়েন্টিতে অসাধারন রেকর্ড থাকলেও ওয়ানডে পারফরম্যান্স বেশ বিবর্ণ সূর্যকুমারের। এখন পর্যন্ত ২৬ ওয়ানদে হেলে কেবল ২৪.৩ ৩৩ গড়ে ৫১১ রান করতে পেরেছেন তিনি। ওয়ানডেতে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিয়েছিলেন কদিন আগে। ডানহাতি এই আগ্রাসী ব্যাটার অনেক প্রশ্নের পরও টিকে গেলেন।
চোটের কারণে আইপিএল থেকে বাইরে থাকা রাহুল এবার এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও প্রথম দুই ম্যাচে ছিটকে যান। দীর্ঘ ৮ মাস খেলার বাইরে থাকা এই কিপার ব্যাটারকে তবু স্কোয়াডে রাখল ভারত।
১৫ জনের দলে চার বিশেষজ্ঞ পেসারের সঙ্গে ভারতের আছে দুজন পেস অলরাউন্ডার। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ঠাঁই পেয়েছেন শার্দুল ঠাকুর। স্পিন আক্রমণে রবীন্দ্র জাদেজার সঙ্গী হচ্ছে বাঁহাতি রিষ্ট স্পিনার কুলদীপ যাদব। আগামী ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে রোহিত শর্মার দল।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক),শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আকসার প্যাটেল, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরা।
Comments