আগামী আইপিএলে খেলতে চান স্টার্ক

আগামী আইপিএলে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। তার পেছনে একটা বিশেষ কারণও আছে

২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। এরপর বিপুল চাহিদা থাকলেও নানা কারণে টানা আট আসরে নিজের নাম সরিয়ে রাখেন তিনি। তবে আগামী আইপিএলে খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। তার পেছনে একটা বিশেষ কারণও আছে।

সম্প্রতি উইলো টক পডকাস্টের সঙ্গে আলাপে স্টার্ক বলেন, 'দেখুন, আট বছর হয়ে গেল। আমি অবশ্যই পরের বছর ফিরব (আইপিএলে)।

এর পেছনের কারণ খুব স্পষ্ট। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে প্রস্তুত করা, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা দারুণ প্রস্তুতি হবে।'

'সামনের শীত মৌসুমে (অস্ট্রেলিয়ার শীত মৌসুম) চাপ কম থাকবে। আমার মনে হয় সেখানে আমার নাম দেয়ার সুযোগ খুব জুতসই হবে।'

কুঁচকির চোটে আপাতত খেলার বাইরে আছেন স্টার্ক। দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। তবে অস্ট্রেলিয়ার ১৫ জনের বিশ্বকাপ দলে ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে আছেন এই গতিময় পেসার।

Comments