ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম-মাহমুদউল্লাহর সামনে প্রস্তুতি ম্যাচের সুযোগ

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্কোয়াডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের একটি সিরিজ। চার-পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন মাহমুদউল্লাহ।  তামিমের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর।
mahmudullah && Tamim Iqbal

পীঠের চোট কাটিয়ে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই খেলায় ফেরার কথা সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালের। লম্বা সময় পর ফেরার আগে অবশ্য প্রস্তুতির যথেষ্ট সুযোগ পাবেন তিনি। ফিটনেস ঠিক থাকলে প্রস্তুতি ম্যাচও খেলবেন এই ওপেনার। নিউজিল্যান্ড সিরিজে বিবেচনায় থাকা মাহমুদউল্লাহও পাবেন এই সুযোগ। 

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ টাইগার্স ও এশিয়ান স্কোয়াডের মধ্যকার প্রস্তুতি ম্যাচের একটি সিরিজ। চার-পাঁচটি প্রস্তুতি ম্যাচের মধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেন মাহমুদউল্লাহ।  তামিমের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। শতভাগ ফিটনেস থাকলে তিনিও অন্তত একটি ম্যাচ খেলবেন। 

নির্বাচক হাবিবুল বাশার সুমন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এই তথ্য, 'মাহমুদউল্লাহ এক বা দুইটা ম্যাচ খেলতে পারে। তামিমের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। এশিয়ান গেমসের স্কোয়াড ও বাংলাদেশ টাইগার্সের মধ্যে চার-পাঁচটা ম্যাচ হবে।' 

এশিয়া কাপ খেলে বাংলাদেশ দলের দেশে ফেরার কথা ১৬ সেপ্টেম্বর। তার পরদিনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বিশ্বকাপে ঠাসা সূচি ও ইনজুরির শঙ্কা বিবেচনায় এই সিরিজে সেরা কয়েকজন তারকাকে বিশ্রাম দেওয়া হতে পারে। 

যারা বিশ্বকাপে নিশ্চিত তাদের বাদ দিয়ে খেলানো হতে পারে ব্যাকআপ খেলোয়াড়দের। ফিট থাকলে তামিমেরও বিশ্বকাপ খেলা নিশ্চিত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে জুলাই মাসে প্রথম ওয়ানডে খেলার পর থেকে তিনি মাঠের বাইরে। তাই তার ম্যাচ ফিটনেস ভীষণ প্রয়োজন। 

এদিকে নিউজিল্যান্ড সিরিজে বিবেচনায় থাকলেও মাহমুদউল্লাহ এখনো বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় জোরালো অবস্থানে নেই। নিউজিল্যান্ড সিরিজে সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করতে পারেন তিনি। বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড় হিসেবে পর্যাপ্ত প্রস্তুত হয়ে মাঠে নামবেন গত মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা অভিজ্ঞ এই ব্যাটার। 

Comments

The Daily Star  | English

Are tides turning in Myanmar's civil war?

On October 27, the civil conflict in Myanmar took a significant turn.

5h ago