জানা গেল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট কবে

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর।
BPL Draft
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর। দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে শুরু হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার জানিয়েছে আগামী বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ।

আগামী আসরে অংশ নেবে সাতটি দল। তারা হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা।

প্লেয়ার্স ড্রাফট নিয়ে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক গত জুনে বলেছিলেন, 'প্লেয়ার্স ড্রাফটা চেষ্টা করব সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে করে ফেলতে যেন প্রত্যেকে দল গোছাতে পর্যাপ্ত সময় পায়।'

এবারের জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটার উপর নির্ভর করছে বিপিএলের সময়সূচী। প্রাথমিকভাবে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন ধরে নিয়ে এরপর বিপিএল শুরু করার ভাবনা রয়েছে বিসিবির।

Comments