বিশ্বকাপ বিবেচনায় ভারতের ওয়ানডে দলে অশ্বিন
সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ১৮ মাস আগে। রবীচন্দ্রন অশ্বিন হয়ত ধরেই নিয়েছিলেন বিশ্বকাপে তার জায়গা আর হচ্ছে না। ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই না পাওয়া এই অফ স্পিনিং অলরাউন্ডারের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তিনি। অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, বিবেচনায় আছেন তিনি।
দল ঘোষণা করলেও কোন কারণ ছাড়াই ২৮ সেপ্টেম্বর স্কোয়াডে বদল আনা যাবে। সেই সুযোগ নিবে প্রায় প্রতিটি দল। ভারতের বেশিরভাগ জায়গা নিয়ে প্রশ্ন না থাকলেও স্পিন বিভাগের বৈচিত্র্য আলোচনায়।
সম্প্রতি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেও আকসার প্যাটেলের বাঁহাতি স্পিনে ছিল না ধার। একজন অফ স্পিনারের অভাব তাই টের পাওয়া গেছে প্রবল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে সাদামাটা বল করার পর ব্যাটিংয়ে ভালো করেন আকসার। তবে হাতে ব্যথা পেয়ে ছিটকে যান ফাইনাল থেকে।
তার চোট ও বোলিং ছন্দ নিয়ে প্রশ্ন থাকায় ওয়াশিংটন সুন্দর ছিলেন ফাইনালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এলেন অশ্বিনও।
অধিনায়ক রোহিত এই ব্যাপারে জানানে, 'অফ স্পিনার অলরাউন্ডার হিসেবে অশ্বিন লাইনে আহে, তার সঙ্গে আমি ফোনে কথা বলেছি।'
এদিকে টানা খেলার মধ্যে থাকায় অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে খেলছেন না রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদবের মতন তারকারা। দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সিরিজের শেষ ম্যাচে আবার ফিরবেন রোহিত, কোহলিরা।
আগামী ২২, ২৪ ও ২৭ মোহালি, ইন্দোর ও রাজকোটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত-অস্ট্রেলিয়া। এরপরই বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে গৌহাটি যাবে তারা।
আগামী ৮ অক্টোবর চেন্নাইতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে প্রথম দুই ওয়ানডের ভারত স্কোয়াড: লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, তিলক বর্মা, প্রসিদ কৃষ্ণ, রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ানডের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কুলদীপ যাদব, আকসার প্যাটেল (ফিটনেস সাপেক্ষে), রবীচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর।
Comments