ক্রিকেট

হঠাৎ দলে হাসান মাহমুদ

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে হুট করেই স্কোয়াডে নেওয়া হয়েছে হাসান মাহমুদকে।
ছবি: ফিরোজ আহমেদ

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ কিছু তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের মধ্যে ছিলেন পেসার হাসান মাহমুদও। তবে দ্বিতীয় ওয়ানডের আগে হুট করেই স্কোয়াডে নেওয়া হয়েছে তাকে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে। তবে বৃষ্টির আগে ৩৩.৪ ওভার ব্যাটিং করতে পেরেছে কিউইরা। সে ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমান দারুণ বোলিং করতে পারলেও সাদামাটা ছিলেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। জানা গেছে গুরুতর না হলেও কিছু চোট সমস্যাও রয়েছে তার। সে কারণেই ডাকা হয়েছে হাসানকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) মাঠে নামবে টাইগাররা। একই মাঠে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৬ সেপ্টেম্বর।

দ্বিতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের স্কোয়াড

লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

Comments