বিপিএল প্লেয়ার্স ড্রাফট

তামিমের বরিশালে মুশফিক-সৌম্য, কুমিল্লায় আবার ইমরুল

বিপিএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট
ছবি: ফিরোজ আহমেদ

ড্রাফটে লটারিতে প্রথম ডাকের সুযোগ পায় রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের দল। শুরুতে সুযোগ পেয়েই তারা দলে নিয়ে নেয় ওপেনার রনি তালুকদাকে। ফরচুন বরিশাল সুযোগ পেয়েই দলে নেয় মুশফিকুর রহিমকে। 

'বি' ক্যাটাগরিতে থাকা রনির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এই ডাকে সুযোগ পেয়ে মোহাম্মদ মিঠুনকে দলে নেয় সিলেট স্ট্রাইকার্স। ফরচুন বরিশাল 'এ' ক্যাটাগরিতে নিয়ে নেয় মুশফিকুর রহিমকে।

শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে ধারাবাহিকভাবে চলতে থাকা ড্রাফটে দল পেয়েছেন যারা। 

রংপুর রাইডার্স-

রিটেনশন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ।

রিটেনশন ওভারসিজ- আজমাতউল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান। 

ডিরেক্ট লোকাল- সাকিব আল হাসান।

ডিরেক্ট ওভারসিজ- বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

ড্রাফট থেকে:  রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারি, রিপন মন্ডল, হাসান মুরাদ, মিচেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার রনি, ফজলে রাব্বি, আশিকুজ্জামান। 

সিলেট স্ট্রাইকার্স

রিটেনশন লোকাল- মাশরাফি বিন মুর্তজা,জাকির হাসান, তানজিম হাসান সাকিব।

ডিরেক্ট লোকাল- নাজমুল হোসেন শান্ত

ডিরেক্ট সাইনিং ওভারসিজ- রায়ান বার্ল, বেন কাটিং, জর্জ। 

ড্রাফট থেকেমোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলি চৌধুরী, রিচার্ড এনগারাভা, দুশন হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ রুয়েন, সালমান হোসেন ইমন। 

ফরচুন বরিশাল

রিটেনশন লোকাল- মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ,খালেদ আহমেদ।

রিটেনশন ওভারসিজ- ইবরাহিম জাদরান। 

রিরেক্ট লোকাল- তামিম ইকবাল

ডিরেক্ট সাইনিং ওভারসিজ- শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ওয়েলালাগে,  

ড্রাফট থেকে:  মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক কারিয়াহ, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, দীনেশ চান্দিমাল। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

লোকাল রিটেন- লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম।

রিটেনশন ওভারসিজ- মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন।

ডিরেক্ট সাইনিং- তাওহিদ হৃদয়।

ডিরেক্ট সাইনিং (ওভারসিজ)- মঈন আলি, আন্দ্রে রাসেল, ইফতেখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।

ড্রাফট থেকে:  মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, রাহকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াটলার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক (অফ স্পিনিং অলরাউন্ডার)।  

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

রিটেনশন- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান

ডিরেক্ট সাইনিং- শহিদুল ইসলাম।

ডিরেক্ট ওভারসিজ- মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকানজি।

ড্রাফট থেকে:  তানজিদ হাসান তামিম, আল-আমিন হোসেন, সৈকত আলি, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল। 

দুর্দান্ত ঢাকা

লোকাল রিটেন- তাসকিন আহমেদ, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল

ডিরেক্ট সাইনিং লোকাল- মোসাদ্দেক হোসেন সৈকত।

ডিরেক্ট ওভারসিজ: চতুরঙ্গ ডি সিলভা, স্যাম আইয়ুব, উসমান কাদির।

ড্রাফট থেকে সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এসএম মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, নাঈম শেখ, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।  

খুলনা টাইগার্স

রিটেনশন- নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।

ডিরেক্ট সাইনিং- এনামুল হক বিজয়।

ডিরেক্ট ওভারসিজ- এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা।

ড্রাফট থেকে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম মুগ্ধ, আকবর আলি, সুমন খান। 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago