পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ বাংলাদেশের
ভারতের বিপক্ষে লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ। তবে সেই হারের ধাক্কা দ্রুতই সামলে নিয়েছে টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় তুলে এশিয়ান গেমসে তৃতীয় স্থান নিশ্চিত করেছে দলটি। ফলে খালি হাতে ফিরতে হচ্ছে না নিগার সুলতানা জ্যোতিদের।
সোমবার ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান করতে সমর্থ হয় পাকিস্তান। জবাবে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
এদিন বাংলাদেশের জয়ে ভিতটা গড়ে দিয়েছেন বোলাররা। সব বোলারই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন। শুরু থেকে পাকিস্তানিদের চেপে ধরেন তারা। সূচনাটা করেন মারুফা আক্তার। শুরুতেই খালি হাতে বিদায় করেন পাকিস্তানি ওপেনার শাওয়াল জুলফিকারকে। এরপর আরেক ওপেনার সির্দা আমিনকে ফেরান নাহিদা আক্তার। এ আউটেও দারুণ অবদান রয়েছে মারুফার। মিড উইকেটে বেশ খানিকটা দৌড়ে দারুণ ক্যাচ ধরেন তিনি।
আর মুনিবা আলিকে সানজিদা আক্তার মেঘলার শিকার হলে ১০ রানে মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। নিয়মিত বিরতিতেই উইকেট পড়েছে। পঞ্চম উইকেটে নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের গড়া ১৮ রানের জুটিই ছিল সর্বোচ্চ। শেষ দিকে দ্রুত তিন উইকেট নেন স্বর্না আক্তার। ফলে ৫০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে তারা। আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে ৬৪ রান পর্যন্ত যেতে পারে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে ৪ ওভার বল করে ১৬ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন স্বর্ণা। ৪ ওভার বল করে ১১ রানের বিনিময়ে সানজিদা পেয়েছেন ২টি উইকেট।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দুই ওপেনার শুরুটা করেছিলেন ভালো। শামীমা সুলতানা-সাথি রানি মিলে ৫ ওভারে ২৭ রান আনার পর বাংলাদেশ খায় প্রথম ধাক্কা। ১৭ বলে ১৩ করে বিদায় নেন শামীমা। খানিক পর ১৯ বলে ১৩ করে থামেন সাথিও। তিনে নেমে সোবহানা মোশতারি রান পাননি। ১৩ বলে ৫ করা এই ব্যাটারকে ফেরান নাশরা সান্ধু। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও হন ব্যর্থ। ৬ বলে ২ রান করে সান্ধুর শিকার তিনিও। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা নড়ে উঠে বাংলাদেশে ইনিংস।
এই পরিস্থিতিতে ছোট্ট কিন্তু কার্যকর জুটিতে দলকে তীরে ভেড়ান স্বর্ণা আর রিতু মনি। তবে জয়ের খুব কাছে এসে রিতু আউট হয়ে গেলে বাকি কাজ সুলতানা খাতুনকে নিয়ে শেষ করেন স্বর্ণা। ৩৩ বলে ১৪ রান করেন এই ব্যাটার। এছাড়া শামিমা ও সাথি দুই জনের ব্যাট থেকেই আসে ১৩ রান করে।
Comments