সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিং নিল বাংলাদেশ, জাকিরের অভিষেক

সিরিজ বাঁচানোর ম্যাচে অনেক বদল নিয়ে টস জিতেছে বাংলাদেশ। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশের হয়ে ওয়ানডে অভিষেক হয়েছে জাকির হাসানের।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুমিতভাবেই একাদশে এসেছে অনেক বদল। আগের দুই ম্যাচের অধিনায়ক লিটন দাস বিশ্রামে যাওয়ায় অধিনায়ক হিসেবে ফিরেছেন শান্ত। বিশ্রাম পার করে ফিরেছেন মুশফিকুর রহিম, শরিফুল ইসলামও। মোস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচ খেললেও এই ম্যাচে পেয়েছেন বিশ্রাম।
প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয়টিতে জিতে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। এই ম্যাচ তাই বাংলাদেশের জন্য বাঁচা মরার। তবে বিশ্বকাপ দল ঘোষণা না হওয়ায় কয়েকজন খেলোয়াড়ের দিকেও থাকবে নজর।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, ডিন ফক্সক্রফট, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, ইশ সোধি, লকি ফার্গুসেন, ট্রেন্ট বোল্ট।
Comments