৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট করতে নেমে চরম বিপদে পড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের দুই পেসারের তোপে দুই ওপেনারের পর বিদায় নিয়েছেন তাওহিদ হৃদয়ও।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম টস জিতে আগে ব্যাটিং বেছে নেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু শুরুটা একদমই ভালো হয়নি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন জাকির হাসান। অ্যাডাম মিলনের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন অভিষিক্ত ব্যাটার। ৫ বলে তিনি করেন ১ রান।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নেন পরের ওভারে। ট্রেন্ট বোল্টের বলে স্লিপে ক্যাচ দেন তরুণ ওপেনার। ৮ রানে ২ উইকেট হারানোর পর হৃদয়কে নিয়ে প্রতিরোধের চেষ্টায় ছিলেন শান্ত। অধিনায়ক টিকলেও হৃদয় অসময়ে নেন বিদায়। মিলনের বলে কাভারে ক্যাচ দিয়ে থামেন ১৭ বলে ৩ চারে ১৮ করা হৃদয়। ৩৫ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার কাজ করছেন শান্ত ও মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে দলের রান ৪৫।
Comments