নেতৃত্বের অভিষেকেই শান্তর ফিফটি

Najmul Hossain Shanto
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

এশিয়া কাপের গ্রুপ পর্বে দারুণ ব্যাট করেছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু সুপার ফোরের আগে পড়েন চোটে। নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচ বিশ্রামে থাকার পর শেষ ম্যাচে ফেরেন অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে। এমন দিন তিনি রাঙালেন ফিফটি দিয়ে।

দলের চাপে ৫৫ বলে ৭ চারে পঞ্চাশ পুরো ক্রেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। এদিন টস জিতে ব্যাটিং বেছে বেশ বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

৮ রানের ভেতর ফিরে যান দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। ৩৫ রানের মাথায় বিদায় নেন তাওহিদ হৃদয়। চরম চাপে মুশফিকুর রহিমকে নিয়ে ঘুরে দাঁড়ান শান্ত। চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে জুটিতে গড়েন ৫৯ বলে ৫৩ রানের জুটি। ২৫ বলে ১৮ করে মুশফিক থামার পর মাহমুদউল্লাহকে নিয়ে এগুছেন তিনি। শান্তর সঙ্গে জুটির পথে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার।

শান্তর ঝলকে বিপর্যয় কাটিয়ে জুতসই পুঁজির দিকে আছে বাংলাদেশ। ২১ ওভার শেষে দলের রান ৪ উইকেটে ১১২।

Comments

The Daily Star  | English

Rizvi criticises removal of Bangabandhu's photo from Bangabhaban

President Khandaker Mushtaq Ahmed had removed the photo of Mujib but Ziaur Rahman reinstalled it following the November 7 Sipahi-Janata Biplob

50m ago