শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই হাসারাঙ্গা

Wanindu Hasaranga
ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে কপাল পুড়ল ওয়ানিন্দু হাসারাঙ্গার। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলা হচ্ছে না এই তারকা অলরাউন্ডারের। তাকে না পাওয়াটা নিঃসন্দেহে শ্রীলঙ্কার জন্য বিশাল ধাক্কা।

মঙ্গলবার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নেতৃত্ব হারানোর গুঞ্জন থাকলেও অধিনায়ক হিসেবে টিকে গেছেন দাসুন শানাকা।

গত মাসে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহক (২৭৯) ও সর্বোচ্চ উইকেটশিকারি (১৯) ছিলেন হাসারাঙ্গা। কিন্তু ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটির প্লে-অফ পর্বে উরুতে চোট পান তিনি। এতে এশিয়া কাপে খেলতে পারেননি লেগ স্পিনে মায়াজাল বিছানোর পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে পারদর্শী এই ক্রিকেটার। সেই চোটের কারণে এবার বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন তিনি।

এসএলসি এর আগে এক বিবৃতিতে জানিয়েছিল, হাসারাঙ্গাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে তারা। একইসঙ্গে উল্লেখ করেছিল, যদি অস্ত্রোপচারের দরকার পড়ে, তাহলে তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে হাসারাঙ্গাকে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো।

বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ও ২ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী ৭ অক্টোবর দিল্লিতে পরস্পরকে মোকাবিলা করবে দল দুটি। 

শ্রীলঙ্কা বিশ্বকাপ দল:
দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস, কুসল পেরেরা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমান্থা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা।

দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড়:
চামিকা করুনারত্নে।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

4h ago