২৯ বলে সেঞ্চুরি, ভাঙা পড়ল ডি ভিলিয়ার্সের রেকর্ড

২৯ বলে সেঞ্চুরি
ছবি: টুইটার

তার নামটা ক্রিকেট দুনিয়ায় অপরিচিত। সেই তিনিই করে ফেললেন বিশ্বরেকর্ড। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে জেক ফ্রেসার-ম্যাকগার্ক টপকে গেলেন কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে।

ফ্রেসার-ম্যাকগার্কের বয়স মাত্র ২১ বছর। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন তার। রোববার অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা দ্য মার্শ কাপে মাত্র ২৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। অ্যাডিলেডের মাঠে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিপক্ষে ব্যাট হাতে চালান তাণ্ডব।

লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার ডি ভিলিয়ার্সের দখলে। তিনি ২০১৫ সালে ৩১ বলে পৌঁছেছিলেন তিন অঙ্কে। জোহানেসবার্গে অনুষ্ঠিত ওই ম্যাচে প্রোটিয়াদের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ।

এদিন ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনিংয়ে নামা ফ্রেসার-ম্যাকগার্ক। মুখোমুখি হওয়া ৩৮ বলের ২৩টিকেই সীমানার বাইরে পাঠান তিনি। তার উত্তাল ব্যাট থেকে আসে ১০টি চার ও ১৩টি ছক্কা।

লিস্ট এ ক্রিকেটে ডানহাতি অজি ব্যাটার ফ্রেসার-ম্যাকগার্কের এটি প্রথম সেঞ্চুরি। আগে খেলা ১৫ ম্যাচের ১৩টিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে কোনোটিতেই স্পর্শ করতে পারেননি পঞ্চাশ। এদিন ১৮ বলে ফিফটি পূর্ণ করে আরও আগ্রাসী হয়ে তিন অঙ্কে গিয়ে রেকর্ডে নাম লেখান তিনি।

অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের একটি রেকর্ডও ভাঙেন ফ্রেসার-ম্যাকগার্ক। এতদিন দেশটির ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় দ্রুততম ফিফটির মালিক ছিলেন ম্যাক্সওয়েল। তিনি ১৯ বলে করেছিলেন পঞ্চাশ।

দুই রেকর্ড গড়েও অবশ্য দলকে জেতাতে পারেননি ফ্রেসার-ম্যাকগার্ক। যদিও রান তাড়াতেও আভাস ছিল অসাধারণ কিছু ঘটার। তাসমানিয়ার ৯ উইকেটে ৪৩৫ রানের জবাবে ৪৬.৪ ওভারে দক্ষিণ অস্ট্রেলিয়া থামে ৩৯৮ রানে।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

Strategies we can employ in tariff talks with the US

We must realise that the US has started the tariff war with a political agenda.

5h ago