বাংলাদেশ দলের ‘তিন প্রধানের’ ভূমিকা ‘সুনির্দিষ্ট নয়’

প্রধান কোচ, টেকনিক্যাল পরামর্শক ও টিম ডিরেক্টর। বাংলাদেশের বিশ্বকাপ অভিযানে আছে এই তিন পদ। তাদের কার ভূমিকা আসলে কি তা নিয়ে কখনো স্পষ্ট কিছু বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে জানালেন, কারোরই নির্দিষ্ট কোন ভূমিকা নেই, সবার যখন যেটা ভালো মনে হয় করতে পারেন। আর এই প্রক্রিয়ায় খুশিও তিনি।
এশিয়া কাপের ব্যর্থতার পর বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর করা হয়। যদিও সেটা আনুষ্ঠানিকভাবে কখনো জানায়নি বিসিবি। বিশ্বকাপের ঠিক আগে টেকনিক্যাল পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় শ্রীধরণ শ্রীরামকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রধান কোচের আদলে তিনি ছিলেন একই ভূমিকায়।
অপারেশন্স ম্যানেজার হিসেবে মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বিশ্বকাপে পালন করছেন দায়িত্ব। টিম ডিরেক্টরের কাজের পরিধি তাই নিশ্চিতভাবেই হবে আলাদা।
ইংল্যান্ডের কাছে বিশ্বকাপে ১৩৭ রানে বিশাল হারের পর প্রশ্ন উঠে দল পরিচালনার প্রক্রিয়া নিয়ে। এই প্রশ্নে হাথুরুসিংহে হাঁটেন কূটনৈতিক পথে, 'এটা খুব ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার ও পুরো ট্যুরের প্রধান। শ্রীরাম পরামর্শক। আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। আমি এটা নিয়ে খুশি।'
কার কি পদ সেটা জানা থাকলেও কার কি ভূমিকা সেটা নিয়ে আছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশা দূর করতে পারলেন না হাথুরুসিংহে, 'এরকম কোন কিছু নেই (নির্দিষ্ট ভূমিকা) । যখন যে যেটা ঠিক মনে করে সবাই অবদান রাখতে পারে। আমি এটাতে স্বস্তিবোধ করছি।'
Comments