ইসরায়েলি হামলার নিন্দা, কূটনৈতিক সমাধান চান পুতিন-জিনপিং

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স ফাইল ফটো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনালাপে ইরানের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।

একইসঙ্গে দুই নেতা এই সংঘাতের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এএফপির প্রতিবেদন এ কথা বলা হয়েছে।

ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, 'উভয় পক্ষের দৃষ্টিভঙ্গি একই। তারা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই শত্রুতার অবসান ঘটানো উচিত বলে মনে করেন তারা।'

গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েল। গত শুক্রবার থেকে শুরু হওয়া হামলার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা। রাজধানী তেহরানসহ একাধিক আবাসিক এলাকাও আক্রান্ত হয়।

ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা হামলা চালায় ইরান।

সর্বশেষ গত বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।

এ দিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জনকে বেসামরিক নাগরিক ও ১৫৪ জনকে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে শনাক্ত করেছে।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago