৬ বলে ৬ উইকেট নিলেন অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটার

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন পাঁচ রান। হাতে ছিল ছয় উইকেট। সেখানে ছয় বলে ছয় উইকেটই তুলে জেতালেন বোলার গ্যারেথ মর্গ্যান। অবিশ্বাস্য এই ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগের তৃতীয় ডিভিশনের ঘটনা এটা।
শনিবার কারারা কমিউনিটি সেন্টারে মুখোমুখি হয় মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যে নেমে ভালো অবস্থানে ছিল সারফার্স। ৩৯ ওভারে করে চার উইকেটে ১৭৪ রান। কিন্তু এরপরই ঘটে সেই অভাবনীয় ঘটনা।
প্রথম বলে সেট ব্যাটার জেক গারল্যান্ডকে আউট করেন মর্গ্যান। দ্বিতীয় বলে কোন্নর ম্যাথিসন ও তৃতীয় বলে মাইকেল কুর্তিনকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এ তিন ব্যাটারই ক্যাচ তুলে বিদায় নিয়েছেন। চতুর্থ বলে ওয়েড ম্যাকডুগলও ক্যাচ তুলে দেন। আর শেষের দুই বলে রিলে এককার্লস্লেক ও ব্রডি ফ্রেলানকে বোল্ড করে অবিশ্বাস্য এই ঘটনার জন্ম দেন মর্গ্যান।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনে মর্গ্যান বলেন, 'এটা হাস্যকর। ওভারের শুরুতে আম্পায়ার বলেন যে ম্যাচটা জেতার জন্য আমায় হ্যাটট্রিক করতে হবে বা অন্য কিছু করতে হবে। যখন সেটা হয়, তখন উনি (আম্পায়ার) শুধু আমার দিকে অপলকে তাকিয়ে থাকেন।'
এবিসির প্রতিবেদন অনুযায়ী, পেশাদার ক্রিকেটে এক ওভারে সর্বাধিক পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে নিউজিল্যান্ডের নিল ওয়াগনার (২০১১), বাংলাদেশের আল-আমিন হোসেন (২০১৩) এবং ভারতের অভিমন্যু মিঠুন (২০১৯)।
Comments