ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের উপর বেজায় চটেছেন ব্রাভো

সদ্য সমাপ্ত বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ঘোর অন্ধকার। দলটি তাদের ইতিহাসের সবচেয়ে নিচু পর্যায়ে নেমে যাওয়ার পর শুরু করছে নতুন মিশন। আগামী মাসে ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। সেই স্কোয়াড ঘোষণার পরই বেজায় চটেছেন সাবেক ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। দলে জায়গা শুধু পারফরম্যান্সের ভিত্তিতে হতে পারে না, এমন কথা বলতেও দ্বিধা করেননি এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বছর ধরে খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার, অসম্মান, অসততা করার অভিযোগও করেন তিনি।

ডোয়াইন ব্রাভো বলেন, 'আমি আমার ভাইয়ের নির্বাচিত না হওয়া দেখে বিস্মিত নই। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যানেজমেন্টে সাম্প্রতিককালের পরিবর্তনের সাথে, আমি ভালোর জন্য কিছু আশা ধরে রেখেছিলাম।'

ইংল্যান্ডের সঙ্গে আসন্ন সিরিজে তার ভাই ড্যারেন ব্রাভো জায়গা পাননি। ড্যারেন ব্রাভোর দলে জায়গা না পাওয়া মানতেই পারছেন না ডোয়াইন, 'এটা গ্রহণযোগ্য নয়। এবং আমি কোনমতে বুঝে উঠতেই পারছি না। তো এই হলো আমার জ্বলন্ত প্রশ্ন: ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়ার মানদণ্ড কী? নিশ্চিতভাবেই, এটা শুধু পারফরম্যান্সের ভিত্তিতে হতে পারে না?

চলতি মাসেই শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট। সুপার ফিফটি কাপে সেখানে সর্বোচ্চ রান স্কোরার ছিলেন ড্যারেন ব্রাভো। ত্রিনিদাদ এন্ড টোবাগোকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন ৪১৬ রান করে। তিন নম্বরে ব্যাটিং করে খেলেন ৮৩.২০ গড়ে। টুর্নামেন্টে চারশর অধিক রান করা দুজনের একজন ছিলেন ড্যারেন ব্রাভো।

ডোয়াইন ব্রাভো তার ইনস্টাগ্রাম পোষ্টে আরও বলেন, 'আমি সাধারণত এসব আলোচনা থেকে দূরে থাকি, কিন্তু বছর ধরে চলা খেলোয়াড়দের প্রতি দুর্ব্যবহার, অসম্মান, অসততা কথা বলার দাবি রাখে। কখন থামবে এসব?''

প্রধান নির্বাচক সাবেক ক্রিকেটার ডেসমন্ড হেইন্স বাদ দেওয়ার কারণ ব্যাখ্যা করেন, 'আমাদের প্যানেলের জন্য এই সিদ্ধান্ত নেওয়াটা অনেক কঠিন ছিল। ড্যারেন পরীক্ষিত। শুধু এবছর নয়, গতবারের সুপার ফিফটি টুর্নামেন্টেও। কিন্তু আমরা অ্যালিক আথানেজ এবং কিসি কার্টিদের মতো খেলোয়াড়ে বিনিয়োগ করেছি। এটাও বিবেচনায় রাখতে হবে যে ২০২৭ বিশ্বকাপ আমাদের মাথায় ছিল। আমরা বিশ্বাস করি এইসব খেলোয়াড়ে বিনিয়োগ করেছি, এবং আমাদের শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে তাদের খেলার সুযোগ করে দেওয়া দরকার। এ কারণেই ড্যারেনকে বাদ দেওয়া হয়েছিল।'

৩৭ বছর বয়সী ড্যারেন ব্রাভোকে বাদ দেওয়ার এই ব্যাখ্যায় যদিও মন ভরছে না ডোয়াইনের। বর্তমানে প্রধান কোচের দায়িত্বে আছেন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। তার থাকার কারণেই বিশ্বাস ছিল জানিয়ে ডোয়াইন বলেন, 'মিস্টার ড্যাসমন্ড হেইন্সকে বলতে চাই, আপনার বক্তব্য আমাকে অবাক করেনি। আমি সিস্টেমে বিশ্বাসের আশা করেছিলাম তোমার মতো মানুষের কারণে, স্যামি এবং নতুন ডিরেক্টর অফ ক্রিকেট, কিন্তু সিস্টেম আবার ব্যর্থ হলো।'

আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।  

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

3h ago